• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রসিক নির্বাচন নিয়ে সন্তুষ্ট সিইসি


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২১, ২০১৭, ০৭:০৫ পিএম
রসিক নির্বাচন নিয়ে সন্তুষ্ট সিইসি

রংপুর: রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেন, সুষ্ঠুভাবে ভোটাররা ভোট দিতে পেরেছে, এটা দেখে আমরা অভিভূত।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে রসিক নির্বাচনী দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে ভোটের পরিস্থিতি ভিডিও কনফারেন্সে পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। 

সিইসি বলেন, কোথাও কোনো ধরনের অভিযোগ পাইনি। ভোটার, কর্মকর্তা ও প্রার্থীদের কারো কাছ থেকে অভিযোগ আসেনি।

বিএনপির এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দিচ্ছে- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার মনে হয় না এ অভিযোগ সঠিক। স্থানীয়ভাবে যে তথ্য পেয়েছি তাতে কারও কোনো অভিযোগ নেই। মিডিয়াতেও এমন কোনো অভিযোগ আসেনি।

এ সময় নির্বাচন কমিশনার কবিতা খানম, মো. রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসির ভারপ্রাপ্ত সচিব হেলাদুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!