• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

লন্ডনে আ.লীগ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়


সোনালীনিউজ ডেস্ক জুলাই ২১, ২০১৯, ১০:০৮ এএম
লন্ডনে আ.লীগ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

ঢাকা : লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ইউরোপে নিযুক্ত বাংলাদেশের কূটনীতিকদের সম্মেলনেও ভাষণ দিয়েছেন। 

শনিবার (২০ জুলাই) লন্ডনের স্থানীয় সময় বিকেল সোয়া ৪টায় তাজ হোটেলে রাষ্ট্রদূত সম্মেলন শুরু হয়। এতে উদ্বোধনী ভাষণ দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পরে ইউরোপের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা নিজেদের কর্মকাণ্ডের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোযোগ সহকারে সবার বক্তব্য শোনেন। 

সম্মেলনে অংশ নেন অস্ট্রিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত এম আবু জাফর, বেলজিয়ামে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মাদ শাহাদাত হোসাইন, ডেনমার্কে নিযুক্ত রাষ্ট্রদূত মুহাম্মাদ আব্দুল মুহিত, ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসাইন, জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ, গ্রিসে নিযুক্ত রাষ্ট্রদূত জসীম উদ্দিন, ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার, নেদারল্যান্ডসে নিযুক্ত রাষ্ট্রদূত শেখ মোহাম্মাদ বেলাল, পোল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মাদ মাহফুজুর রহমান, পর্তুগালে নিযুক্ত রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী, রাশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত এস এম সাইফুল হক, স্পেনে নিযুক্ত রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার, সুইডেনে নিযুক্ত রাষ্ট্রদূত নাজমুল ইসলাম, সুইজারল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত শামীম আহসান এবং যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনার সৈয়দা মুনা তাসনীম।

গত শুক্রবার (১৯ জুলাই) লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে লন্ডনের তাজ হোটেলে পৌঁছলে স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সহসভাপতি জালাল উদ্দীন, অধ্যাপক আবুল হাশেম, আনোয়ারুজ্জামান চৌধুরী প্রমুখ। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের খোঁজখবর নেন এবং দেশের অব্যাহত উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রবাসীদের সহায়তা কামনা করেন। 

সোনালীনিউজ/এএস

 

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!