• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লুডু খেলা নিয়ে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ আহত ২০


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি এপ্রিল ১, ২০২০, ০৯:১১ পিএম
লুডু খেলা নিয়ে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। 

বুধবার (১ এপ্রিল) আশুগঞ্জের বড়তল্লা গ্রামে রব্বানী মিয়ার বাড়ি ও শিশু মেম্বারের বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। 
আহতদের স্থানীয় হাসপাতালসহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে শিশু মিয়ার বাড়ির সজিব, শাওন, রকিবুল ও রুহুল আমিন রেললাইনে পাশে বসে মোবাইলে লুডু খেলছিল। এসময় রব্বানি মিয়ার বাড়ির কাউছার ও সিরাত তাদের বাঁধা দিলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এরই জের ধরে বুধবার উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের ২০ জন আহত হন। 

আশুগঞ্জ থানার ওসি মো জাবেদ মাহমুদ জানান, লুডু খেলা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!