• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শরীরে কাপড় না রেখে গোসল করলে কী গুনাহ হবে?


 ধর্মচিন্তা ডেস্ক মে ১৫, ২০১৯, ১২:০২ পিএম
শরীরে কাপড় না রেখে গোসল করলে কী গুনাহ হবে?

ঢাকা: একটি বেসরকারি টেলিভিশনের সরাসরি ইসলাম নিয়ে প্রশ্নোত্তরমূলক বিশেষ অনুষ্ঠান ‘শরিফ মেটাল প্রশ্ন করুন’। এ অনুষ্ঠানে কোরআন ও হাদিসের আলোকে দর্শক-শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়। এবারের পর্বে উত্তর দিয়েছেন ইসলামী চিন্তাবিদ হাফেজ মুফতি কাজী মুহাম্মদ ইব্রাহিম।

প্রশ্নঃ বায়াত গ্রহণের ব্যাপারে ইসলাম কী বলে?

উত্তর: নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্রপ্রধান ছিলেন তখন বায়াত করাতেন। পরবর্তীতে হজরত আবুবকর সিদ্দিক (রা.) যখন রাষ্ট্রপ্রধান হন, তখন তিনিও বায়াত করান। রাষ্ট্রের মালিকানা যার আছে কেবলমাত্র সেই বায়াত নেয়ার ক্ষমতা রাখেন। বায়াত মানে হলো বিক্রি হওয়া, মানে আল্লাহর কাছে বিক্রি হওয়া।

প্রশ্ন: নফল রোযা রাখার নিয়ত করে রোজা ছুটে গেলে কী হবে?

উত্তর: কেউ যদি নিরুপায় হয়ে বা অনিচ্ছাকৃতভাবে রোজা রাখতে না পারে তাহলে কোন সমস্যা নেই। সেক্ষেত্রে অন্য যেকোন দিন যেটা রাখা যাবে। যেহেতু তিনি সেটা মানত করেছেন।

প্রশ্ন: নারীরা যখন গোসল করবেন, তখন তাদের শরীরের কতটুকু অংশ ঢেকে রাখতে হবে?

উত্তরে: কাপড় ছাড়া গোসল করা জায়েজ, কিন্তু উত্তম হলো পোশাকসহ গোসল করা। হাদিসে আছে, তোমার সবচেয়ে উচিত আল্লাহকে লজ্জা করা। কারণ আল্লাহ সর্বাবস্থায় মানুষকে অবলোকন করেন। কিন্তু কেউ যদি সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল করেন তাহলে কিন্তু গুনাহ হবে না।

সোনালীনউজ/ঢাকা/এসআই

Wordbridge School
Link copied!