• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেষ হলো পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ২, ২০২০, ০২:৪০ পিএম
শেষ হলো পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা

ঢাকা: শেষ হলো পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা। মহামারির কারণে সৌদি আরবের বাইরে থেকে কোনো মুসল্লি হজে অংশ নিতে না পারায়, মুসলিম বিশ্বের সবচেয়ে বড় জমায়েতে বছর অংশ নেন হাজার কয়েক মুসল্লি।

ইসলাম ধর্মের পাঁচ স্তম্ভের অন্যতম- হজ পালনে, সৌদি আরবে নাগরিকসহ ১৬০ দেশের মুসল্লি প্রতিনিধিত্ব করেন সারা বিশ্বের কোটি মুসলিমের। বৃহস্পতিবার পশু কোরবানির পর, কাবা শরীফ তাওয়াফ ও সাফা-মারওয়া পাহাড় সাতবার প্রদক্ষিণ শেষে শেষবারের মতো মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করেন হাজিরা। ১১ ও ১২ জিলহজ সেখানে অবস্থান করে শেষ করছেন বাকি আনুষ্ঠানিকতা। পাঁচদিনব্যাপী হজ শুরু হয় গেল মঙ্গলবার। বৃহস্পতিবার আরাফাতের ময়দানে হয় মূল আনুষ্ঠানিকতা।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!