• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকারকে ‘অবৈধ’ বললেও ১০ কাঠার প্লট চাইলেন রুমিন


সোনালীনিউজ ডেস্ক আগস্ট ২৫, ২০১৯, ১২:৪৩ পিএম
সরকারকে ‘অবৈধ’ বললেও ১০ কাঠার প্লট চাইলেন রুমিন

ঢাকা: রাজধানীর পূর্বাচলে ১০ কাঠার প্লট চেয়ে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমকে দেয়া বিএনপির রুমিন ফারহানার একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ওউ চিঠিতে লেখা, ঢাকা শহরে আমার কোনো জায়গা/ফ্ল্যাট/জমি নাই। ওকালতি ছাড়া আমার অন্য আর কোনো ব্যবসা বা পেশা নাই। এ জন্য ঢাকাস্থ পূর্বাচল আবাসিক এলাকায় ১০ কাঠা প্লটের প্রয়োজন।

চলতি আগস্ট মাসের ৩ তারিখে চিঠিটি দিয়েছেন তিনি। চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, ‘আমার নামে ১০ কাঠার প্লট বরাদ্দ করলে আমি আপনার কাছে চির কৃতজ্ঞ থাকব’।

বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি রুমিন ফারাহানা  শপথ নিয়েই সেই সংসদকে অবৈধ বলে দাবি করায় আলোচনায় আসেন। এছাড়া দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়েও একাধিকার বক্তব্য রেখেছেন তিনি।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!