• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকারের বক্তব্য শুনে মনে হচ্ছে-কোথাও কিছু ঘটছে


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৪, ২০২০, ০১:৫৯ পিএম
সরকারের বক্তব্য শুনে মনে হচ্ছে-কোথাও কিছু ঘটছে

ঢাকা: ‘কোথাও কিছু ঘটছে’ বলে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘করোনার দ্বিতীয় ওয়েব নিয়ে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের মন্ত্রীদের হঠাৎ করে বক্তব্য রহস্য ঘেরা। সরকারি তথ্য মতেও তো আমরা দেখছি, প্রতিদিন করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমছে। করোনা টেস্ট অর্ধেকে নামিয়ে দিয়েছে সরকার। অফিস-আদালতসহ সব কিছু খুলে দেওয়া হয়েছে। এমন অবস্থায় সরকারের বক্তব্য শুনে মনে হচ্ছে-কোথাও কিছু ঘটছে।’

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ভিডিও কনফারেন্সে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘শেক্সপিয়র রচিত হ্যামলেট নাটকের একটি বিখ্যাত উক্তির কথা মনে পড়ছে-“সামথিং ইজ রটেন, ইন দি স্টেট অব ডেনমার্ক।” সরকার জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে ফেরাতে চায়। দেশজুড়ে বড় কিছু ঘটনা আড়াল করতেই করোনা ধেয়ে আসার জিগির তোলা হচ্ছে। মিথ্যা, অসত্য, অবৈধ সত্ত্বার পতন অবশ্যম্ভাবী।’

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!