• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিনেমা হলে চাওয়া থেকে পাওয়া, সালমান শাহ ভক্তদের উৎসব


মারুফ সরকার জানুয়ারি ২১, ২০১৯, ১২:২৮ পিএম
সিনেমা হলে চাওয়া থেকে পাওয়া, সালমান শাহ ভক্তদের উৎসব

ঢাকা : আশা করছি তারা ভবিষ্যতেও এমন আয়োজন করবেন। খুব খুশি হবো সালমান শাহ’র সিনেমা নিয়ে সালমান সপ্তাহ করলে। মধুমিতা হল ছাড়াও দেশের সব হল মালিকদের কাছে এটা আমাদের প্রত্যাশা। সালমান শাহ’র সিনেমা মুক্তি পেলে এখনো হলে দর্শকের অভাব হয় না।

সব প্রজন্মের কাছেই সেরা নায়ক সালমান শাহ। তার সিনেমা নিয়ে বছরে একটা আয়োজন করলে দর্শক যেমন সালমান শাহের ছবি হলে গিয়ে দেখার সুযোগ পাবে তেমনি হল মালিকরাও দর্শক খরার দিনে দর্শক পাবেন।

‘মধুমিতা মুভিজ’ এর আয়োজনে ‘মধুমিতা’ সিনেমাহলে আজ ২০ জানুয়ারি ‘চাওয়া থেকে পাওয়া’ সিনেমার তিনটি শো চালানো হবে। প্রথম শো’টি শুরু হবে ১২টা থেকে। দ্বিতীয়টি বিকেল ৩টা ও তৃতীয় শো’টি শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে।

এম এম সরকার পরিচালিত ‘চাওয়া থেকে পাওয়া’ সিনেমাটি ১৯৯৬ সালের ২০ ডিসেম্বর মুক্তি পায়। সালমান-শাবনূর ছাড়াও এতে অভিনয় করেছেন ডলি জহুর, দিলদার, আহমেদ শরীফ, প্রবীর মিত্র প্রমুখ।

প্রসঙ্গত, মধুমিতা চলচ্চিত্র সপ্তাহে আরও প্রদর্শিত হবে ২১ জানুয়ারি দেখানো হবে ‘দূরদেশ’, ২২ জানুয়ারি প্রদর্শিত হবে ‘মিস লংকা’, ২৩ জানুয়ারি প্রদর্শিত হবে ‘এক মুঠো ভাত’ ও শেষ দিন ২৪ জানুয়ারি প্রদর্শিত হবে ‘নাচের পুতুল’ সিনেমাটি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!