• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সোহায়েল হোসেন পাসপোর্ট অধিদপ্তরের নতুন ডিজি


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১০, ২০১৯, ০৫:৫২ পিএম
সোহায়েল হোসেন পাসপোর্ট অধিদপ্তরের নতুন ডিজি

ঢাকা: বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. সোহায়েল হোসেন খান।

সেনা কর্মকর্তা সোহায়েল হোসেনকে প্রেষণে এই নিয়োগ দিতে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

এর আগে গত ১ জানুয়ারি বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের ডিজি মেজর জেনারেল মো. মাসুদ রেজওয়ানকে প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়।

অপর আদেশে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল এবং মো. নাসিমকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তাদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এছাড়া ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহফুজুল করিম মজুমদারকে বিটিআরটির মহাপরিচালক নিয়োগ দিতে তার চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ন্যস্ত করা হয়েছে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!