• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্পেনে সেলফি তুলতে গিয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু


প্রবাসে বাংলা ডেস্ক জুলাই ১৭, ২০১৮, ০৩:১৫ পিএম
স্পেনে সেলফি তুলতে গিয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

ঢাকা : স্পেনের বার্সেলোনায় সেন্ট আদ্রিয়া স্টেশনে বন্ধুদের সঙ্গে নিয়ে মোবাইলে সেলফি তুলতে গিয়ে মেট্রোরেলের ধাক্কায় মাহফুজ (১৮) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ জুলাই) বিকালে ওই স্টেশনের ২নং মেট্রোলাইনে বার্সেলোনার সান্ত আন্তনিও থেকে বাদালোনা পর্যন্ত চলাচলকারী মেট্রোরেলের ধাক্কায় তার মৃত্যু হয়। নিহত মাহফুজের বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জ জেলায়।

জানা যায়, বার্সেলোনায় সেন্ট আদ্রিয়া স্টেশনে পাকিস্তানি বন্ধুদের সঙ্গে মেট্রোরেলের জন্য অপেক্ষা করছিলেন মাহফুজ। এ সময় সেলফি তুলতে গিয়ে অসতর্কতাবশত স্টেশনের প্লাটফর্ম থেকে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ পুলিশের হেফাজতে আছে।

ওই দুর্ঘটনার রেকর্ড মেট্রো স্টেশনটির সিসি ক্যমেরায় আছে বলে জানা গেছে। তবে পুলিশ দুর্ঘটনার কারণ নিশ্চিত করেনি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এইচএআর

Wordbridge School
Link copied!