• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২০ জানুয়ারি বসছে সংসদ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৪, ২০১৬, ০৮:০৪ পিএম
২০ জানুয়ারি বসছে সংসদ

সোনালীনিউজ ডেস্ক

আগামী ২০ জানুয়ারি দশম জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। দশম জাতীয় সংসদের নবম এ অধিবেশন বসবে ওইদিন বিকাল ৪টায় । এটি হবে ২০১৬ সালের প্রথম অধিবেশন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে সোমবার এ অধিবেশনের আহ্বান করেন।
সংসদ সচিবালয়ে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নতুন বছরের প্রথম অধিবেশন হওয়ায় সাংবিধানিক বিধান মতে অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন। পরে ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সংসদ সদস্যরা আলোচনা করবেন।
অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়, সমাপ্তির তারিখ নির্ধারণ করা হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। শীতকালীন অধিবেশন হওয়ায় এর মেয়াদকাল অন্য অধিবেশনের তুলনায় কিছুটা দীর্ঘ হবে।

এর আগে গত ২৩ নভেম্বর দশম জাতীয় সংসদের ৮ম অধিবেশন শেষ হয়।

Wordbridge School
Link copied!