• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘৮ ডিসেম্বরের মধ্যে আপিলের নিষ্পত্তি’


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৩, ২০১৮, ০৫:২২ পিএম
‘৮ ডিসেম্বরের মধ্যে আপিলের নিষ্পত্তি’

ফাইল ফটো

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, মনোনয়নপত্র বাতিল হওয়া ব্যক্তিরা প্রার্থিতা ফিরে পেতে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। কমিশন ৮ ডিসেম্বরের মধ্যে আপিলের নিষ্পত্তি করবে।

সোমবার (৩ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা জানান তিনি।

হেলালুদ্দীন আহমদ বলেন, মনোনয়নপত্র বাতিল হওয়া ব্যক্তিরা তাদের প্রার্থিতা ফিরে পেতে ৫ ডিসেম্বর পর্যন্ত কমিশনে আপিলের সুযোগ পাবেন। ৬-৮ ডিসেম্বর আপিলের বিষয়ে নিষ্পত্তি করবে কমিশন।

এ সময় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রার্থিতা জমা দেওয়ায় প্রার্থীদের ধন্যবাদ জানান নির্বাচন কমিশন সচিব।

তিনি আরো জানান, নির্বাচনের আগে ১৩ ডিসেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ইসির বৈঠক হবে। ওই বৈঠকে মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষায় তাদের নির্দেশনা দেওয়া হবে।

হেলালুদ্দীন আহমদ বলেন, নির্বাচন কমিশনাররা বিভিন্ন বিভাগে গিয়ে ১৩ ডিসেম্বরের পর আইনশৃঙ্খলা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেবেন।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!