• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‍‍জুমার নামাজের সুন্নত ও নফল বাসা থেকে পড়ে আসুন‍‍


নিজস্ব প্রতিবেদক মার্চ ২০, ২০২০, ০৩:২৩ পিএম
‍‍জুমার নামাজের সুন্নত ও নফল বাসা থেকে পড়ে আসুন‍‍

ঢাকা : করোনা সংক্রমণ রোধে বিদেশ ফেরত ও জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্তদের জুমার নামাজ না পড়ে বাড়িতে জোহরের নামাজ পড়ার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

শুক্রবার (২০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় সরকারি সংস্থাটি।

ইফার মহাপরিচালক আনিস মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে শুক্রবার জুমার নামাজ পড়তে মসজিদে যাওয়ার আগে বাসায় অজু করে ও সুন্নত নামাজ পড়ে, শুধু ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে আসতে মুসুল্লিদেরকে আহ্বান জানানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এছাড়া যারা বিদেশ ফেরত ব্যক্তি, জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্ত ও অসুস্থ ব্যক্তিদের মসজিদে বা জনসমাগমে যাওয়া থেকে বিরত থাকার জন্য পুনরায় অনুরোধ করা হলো।

বাংলাদেশে এখন পর্যন্ত ১৭ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। অন্যদিকে ভাইরাসটিতে সংক্রমিত হওয়ার পর মারা গেছেন একজন।

বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৭৮ জন। মারা গেছেন ১০ হাজার ৪১ জন। এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৮৮ হাজার ১৫১ জন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!