• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জানুয়ারিতে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ২০ লাখ


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৮, ২০১৬, ০৬:২৬ পিএম
জানুয়ারিতে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ২০ লাখ

সোনালীনিউজ ডেস্ক

জানুয়ারি মাসে দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা বেড়েছে ২০ লাখ ৪৭ হাজার। অন্যদিকে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা কমেছে ১৭ লাখ ৬৪ হাজার।

এদিকে, এই সময়ের মধ্যে দেশের ৬টি মোবাইল ফোন অপারেটরের মধ্যে ৫টির গ্রাহক কমলেও বেড়েছে রাষ্ট্রীয় কোম্পানি টেলিটকের গ্রাহক সংখ্যা।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানুয়ারি মাসের মোবাইল ও ইন্টারনেট গ্রাহকদের পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে।

বিটিআরসির পরিসংখ্যান থেকে জানা গেছে, জানুয়ারি মাসে দেশে মোট মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি ১৯ লাখ ৫৬ হাজার। ডিসেম্বর মাসে এ সংখ্যা ছিল ১৩ কোটি ৩৭ লাখ ২০ হাজার। একমাসে গ্রাহক কমেছে ১৭ লাখ ৬৪ হাজার।

অপরদিকে, ডিসেম্বরে ইন্টারনেট গ্রাহক সংখ্যা ৫ কোটি ৪১ লাখ ২০ হাজার থাকলেও জানুয়ারিতে তা বেড়ে হয়েছে ৫ কোটি ৬১ লাখ ৬৭ হাজার।

এদিকে, জানুয়ারিতে রাষ্ট্রীয় মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের গ্রাহক বেড়েছে ৬৮ হাজার। যদিও দেশের অন্য ৫টি মোবাইল ফোন অপারেটরের গ্রাহক সংখ্যা কমেছে। ডিসেম্বরে টেলিটকের গ্রাহক ৪১ লাখ ৪৩ হাজার ছিল, একমাস পর তা হয়েছে ৪২ লাখ ১১ হাজার।


সোনালীনিউজ/ঢাকা/মে

 

Wordbridge School
Link copied!