• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পাওয়া গেলো হারিয়ে যাওয়া নকিয়া ফোন


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৫, ২০১৬, ০৮:৩৫ পিএম
পাওয়া গেলো হারিয়ে যাওয়া নকিয়া ফোন

সোনালীনিউজ ডেস্ক

নকিয়া ৩৩৫০ মডেলের একটি ফিচার ফোন হারিয়ে যাওয়ার ১০ বছর পর খুঁজে পাওয়া গেলো। ২০০৪ কিংবা ২০০৫ সালের দিকে ফোনটি হারিয়ে যায়।

ফোন অ্যারিনা জানায়, মিসসি নামের এক র‌্যাঞ্চার মাঠে পশু চড়ানোর সময় ফোনটি হারিয়ে ফেলে। এই ঘটনার ১০ বছর পর ঐ র‌্যাঞ্চে ফোনটি খুঁজে পাওয়া যায়। ফোনটি খুঁজে পাওয়ার পর দেখা যায় ডিসপ্লেটি নষ্ট হয়ে গেছে। ক্ষয়ে গেছে কিবোর্ডও। অচল হয়ে গেছে ফোনটি।

হারানো খুঁজে পাওয়ার পর ঐ র‌্যাঞ্চার যারপরনাই উচ্ছসিত।

নকিয়া ৩৩৫০ মডেলের ফোনটি ২০০১ সালে বাজারে আসে। এতে ছিল ৫ লাইন ডিসপ্লে, ওয়াপ ব্রাউজার এবং ১০০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের ব্যাটারি। বিখ্যাত স্নেকসহ এতে ছয়টি গেমস ছিল। ফোনটির মাইক্রোসিম ব্যবহার করতে হতো।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!