• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পেটেন্ট মামলায় অ্যাপলের হার


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৯, ২০১৬, ০৬:২০ পিএম
পেটেন্ট মামলায় অ্যাপলের হার

সোনালীনিউজ ডেস্ক

ভিডিও স্ট্রিমিং পেটেন্টের মামলায় অ্যাপলের বিরুদ্ধে রায় দিয়েছে জার্মানির একটি আদালত। ২০১৪ সালে অ্যাপলের আইফোন ও আইপডসহ বিভিন্ন পণ্যে পেটেন্ট লঙ্ঘনের অভিযোগ এনে অ্যাপলের বিরুদ্ধে মামলা করে ওপেনটিভি। ডাসেলডর্ফ আদালত অ্যাপলের বিরুদ্ধে আনা এই অভিযোগকে ‘বৈধ’ এবং ‘সুপ্রতিষ্ঠিত’ বলে রায় দেয়।

মঙ্গলবার অনুষ্ঠিত শুনানিতে জার্মানির ডাসেলডর্ফ ডিসট্রিক্ট কোর্ট জার্মানিতে বিক্রিত অ্যাপলের পণ্যে ওপেনটিভির পেটেন্ট লঙ্ঘন হয় এমন স্ট্রিমিং সফটওয়্যার ব্যবহার করা যাবে না বলে রায় দেয়।

অ্যাপল আদালতের এই রায় মেনে নেবে নাকি রায়ের বিরুদ্ধে আপিল করবে, এ ব্যাপারে কিছু জানা জায়নি। রায়ের ব্যাপারে অ্যাপল বা বাদীপক্ষের কোনো প্রতিনিধিই কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছে রয়টার্স।

ওপেনটিভি'র মালিক প্রতিষ্ঠান কুদেলস্কি শেষ কয়েক দশক ধরে সিনেমা ও টিভি প্রযুক্তি নিয়ে কাজ করে এমন বেশ কিছু প্রতিষ্ঠান কিনে নিয়েছে। ২০১০ সালে সুইজারল্যান্ডভিত্তিক গ্রুপটি ওপেনটিভি কিনে নেয়। ওপেনটিভি যুক্তরাষ্ট্রেও অ্যাপলের বিরুদ্ধে বিচারাধীন পেটেন্টটির জন্য মামলা করেছে।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!