• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভাইবারে যুক্ত হল বাংলা স্টিকার


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৩, ২০১৬, ০৩:২৪ পিএম
ভাইবারে যুক্ত হল বাংলা স্টিকার

সোনালীনিউজ ডেস্ক

জনপ্রিয় মোবাইল ম্যাসেজিং অ্যাপ্লিকেশন ভাইবারে বাংলা স্টিকার আদান প্রদানের সুবিধা চালু করা হয়েছে। বাংলাদেশি ব্যবহারকারীদের সুবিধার্থে ‌‘ভালোবাসা ভালোবাসি’ নামে নতুন এই স্টিকার প্যাক চালু করা হয়েছে বলে জানিয়েছে ভাইবার।

এ বিষয়ে দক্ষিণ এশীয় অঞ্চলের আঞ্চলিক প্রধান অনুভব নায়ার বলেন, গতবছর বাংলাদেশে ভাইবার পাবলিক চ্যাটের সার্ভিসটি চালু করা হয়। এরপর আমরা আরও নতুন কিছু দেওয়ার চেষ্টা করছিলাম। সেই ধারাবাহিকতায় নতুই এই স্টিকার প্যাকটি চালু করা হলো।

উল্লেখ্য, সারা বিশ্বে কমপক্ষে ৬৬৪ মিলিয়ন ভাইবার ব্যবহারকারী রয়েছেন। ইন্টারনেটের মাধ্যমে আইফোন, আইপ্যাড, অ্যান্ড্রয়েড, ট্যাবলেট, উইন্ডোজ ফোন, ম্যাক, উইন্ডোজ ৮, লিনাক্স এবং সিমব্রিয়ার ডিভাইসে ভাইবার ব্যবহার করা যায়।

সোনালীনিউজ/আমা

Wordbridge School
Link copied!