• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় সন্দেহভাজন আইএস জঙ্গি আটক


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৬, ২০১৬, ০৭:১৫ পিএম
মালয়েশিয়ায় সন্দেহভাজন আইএস জঙ্গি আটক

আন্তর্জাতিক ডেস্ক
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি রেলওয়ে স্টেশন থেকে ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত কাগজপত্রসহ এক সন্দেহভাজন জঙ্গিকে আটক করেছে পুলিশ।
আটকের পর ওই ব্যক্তি পুলিশের কাছে স্বীকার করেছে সে দেশটিতে আত্মঘাতী হামলার পরিকল্পনা করছিল । বার্তা সংস্থা রয়টার্স এ তথ্যটি নিশ্চিত করেছে।

পুলিশের উদ্বৃতি দিয়ে রয়টার্স জানায়, ২৮ বছর বয়সী ওই মালয়েশীয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের মতাদর্শে বিশ্বাসী। শুক্রবার তাকে অস্ত্র ও আইএস সঙ্গে সম্পর্কিত কাগজপত্রসহ আটক করা হয়।

এক বিবৃতিতে পুলিশের আইজি খালিদ আবু বাকার বলেন, সিরিয়ার আইএস সদস্যদের কাছ থেকে নির্দেশ পাওয়ার পর সন্দেহভাজন ওই ব্যক্তি মালয়েলিয়ায় আত্মঘাতী হামলার পরিকল্পনা করেছিল বলে পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

তিনি আরও বলেন, সন্দেহজনক ওই ব্যক্তি আইএস সদস্যদের গ্রেফতার বন্ধে মালয়েশীয় সরকারকে সতর্ক করার জন্য দেশটির তেরেঙ্গানু, পেরাক, সেলানগর এবং জোহর রাজ্যে আইএসের পতাকা ঝুঁলিয়ে দিয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার  ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সন্ত্রাসী হামলার পর থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে মালয়েশিয়া।


সোনালীনিউজ/ঢাকা/মে

 

Wordbridge School
Link copied!