• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সময়ের সঙ্গে ভালোবাসার অনুভূতির প্রকাশেও এসেছে ভিন্


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৪, ২০১৬, ১০:৩৮ এএম
সময়ের সঙ্গে ভালোবাসার অনুভূতির প্রকাশেও এসেছে ভিন্

সোনালীনিউজ ডেস্ক

মানব সম্পর্কের জোরালো অনুভূতির নাম প্রেম। যার জয়গান গেয়েছে সব সভ্যতা। কিন্তু, প্রেমের পরেই এসেছে বিরহের বিবর্ণতার বর্ণনা। না, আজ কোনো বিবর্ণতার গল্প না।
বিশ্ব ভালোবাসা দিবসে থাকছে সেই প্রেমিক যুগলের কথা, যারা একে অন্যের মাঝেই খুঁজে পেয়েছেন নিজেকে। যে অনুভূতির ভাষা নেই, যাকে সংজ্ঞায়িত করা যায় না।
প্রত্যেক মানব- মানবীর মনে কোণে জমা নেই কী এমন শব্দহীন ভাষা। হাল আমলের সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে আছে স্বপ্নের রাজকুমার আর রাজকুমারীদের হাজারো গল্প।
প্রকৃতি মানব-মানবীকে যে মায়ার বাধনে বেঁধেছে, যুগের পরিবর্তনের সাথে সেই প্রকাশ ভঙ্গির হয়তো কিছুটা পরিবর্তন এসেছে। কিন্তু ভালোবাসার যে চিরন্তন কথা, যে অনুভূতি তার পরিবর্তন হয় নি।
ব্যস্ত এই সময়ে পশ্চিমা সংস্কৃতির আলাদা করে রাখা ভালোবাসার দিনে প্রেমিক যুগল আলাদা করে সময় পাচ্ছেন সম্পর্কে আরো একটু কাছে আনার। তাই বাঙালি সংস্কৃতির আবহে তারা এ দিনটিকে পালন করছেন।

সোনালীনিউজ/আমা 

Wordbridge School
Link copied!