• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকারকে ক্ষমতা ছাড়ার আহ্বান বিএনপি’র


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২১, ২০১৬, ০৯:২৩ পিএম
সরকারকে ক্ষমতা ছাড়ার আহ্বান বিএনপি’র

নিজস্ব প্রতিবেদক

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বক্তব্য উপলব্ধি করে সরকারকে ক্ষমতা থেকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এ আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করে মুক্তিযোদ্ধা দল। হাফিজউদ্দিন আহমেদ বলেন, প্রধান বিচারপতির বক্তব্য প্রণিধান করার মতো যোগ্যতা সরকারের নেই। তার বক্তব্য উপলব্ধিতে নিয়ে সরকারের উচিত ক্ষমতা থেকে পদত্যাগ করা। চন্দ্রিমা উদ্যান থেকে জিয়াউর রহমানের কবর সরানোর আলোচনা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপির এ নেতা বলেন, জিয়াউর রহমানের কবর অপসারণ আপনার জন্য বৃহত্তম কলঙ্ক হয়ে থাকবে। বিশ্ববাসী আপনাকে ধিক্কার জানাবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাকিস্তানপ্রেমী বলে আওয়ামী লীগ নেতাদের মন্তব্যের জবাবে হাফিজউদ্দিন আহমেদ বলেন, মুক্তিযুদ্ধের সময় বাড়িতে তল্লাশি করে খালেদা জিয়াকে বন্দি করা হয়েছিলো। পাকিস্তানিদের হাতে বন্দি হয়ে তিনি কিভাবে পাকিস্তানপ্রেমী হন। সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম প্রমুখ।

 

সোনালীনিউজ/এমএইউ

Wordbridge School
Link copied!