• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বাধীন দেশের উপযোগী শিক্ষানীতি বাস্তবায়নে কাজ করছি


যশোর প্রতিনিধি সেপ্টেম্বর ১৪, ২০১৭, ০৫:৪৩ পিএম
স্বাধীন দেশের উপযোগী শিক্ষানীতি বাস্তবায়নে কাজ করছি

ঢাকা: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, স্বাধীন দেশের উপযোগী একটি শিক্ষানীতি বাস্তবায়নে আমরা কাজ করছি। শিক্ষকদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছি। 

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) যশোর নুতন উপশহর ক্রীড়া উদ্যানে ৪৬তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, শিক্ষার গুণগত মান, নৈতিক মূল্যবোধ বৃদ্ধির জন্য আরো কাজ করতে হবে।

প্রতিবছরের মতো এবারও ২০১৮ সালের পহেলা জানুয়ারি কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, নতুন বই হাতে পেলে শিক্ষার্থীদর মধ্যে বিরাট উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। নতুন বই ছেলেমেয়েদের স্কুলমুখী হতে উদ্বুদ্ধ করছে। এখন সব শিশুকে স্কুলে নিয়ে আসা সম্ভব হয়েছে। যদিও ঝরে পড়া এখনও চ্যালেঞ্জ।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক এসএম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা সচিব সোহরাব হোসাইন।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!