• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১২ বছর ফ্রিজে রাখা ভ্রুণ থেকে জন্ম হল শিশুর


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৪, ২০১৬, ০৫:৪২ পিএম
১২ বছর ফ্রিজে রাখা ভ্রুণ থেকে জন্ম হল শিশুর

সোনালীনিউজ ডেস্ক

শিশুর জন্ম হতে কতদিন লাগে? ভাবছেন এ আবার এমন কি প্রশ্ন। নয় মাসের হিসেব কে না জানে? তবে শুনুন এই গল্প। নিষিক্ত হয়েছিল ১২ বছর আগে। তারপর এতদিন ভ্রুণ অবস্থাতেই ঘুমিয়ে ছিল ঠান্ডা ঘরে। এতদিন পর সেই ভ্রুণ থেকে জন্ম নিল ফুটফুটে এক শিশু। উত্তর-পূর্ব চীনের শাংক্সি প্রদেশের জি’আন হাসপাতালে জন্ম হল সেই শিশুর।

২০০৩ সালে এই হাসপাতালে ওভিডাক্ট অবস্ট্রাকটিভ ইনফার্টিলিটির সমস্যা নিয়ে এসেছিলেন এক দম্পতি। আইভিএফ পদ্ধতির সাহায্যে ওই বছরেরই অগাস্ট মাসে তৈরি হয় ১২টি ভ্রণ। তার মধ্যে সেরা ভ্রণটি থেকে পরের বছর মে মাসে জন্ম নেয় ওই দম্পতির সন্তান। বাকি সাতটি ভ্রণ তরল নাইট্রোজেনে সংরক্ষণ করে রাখা হয়।

২০১৫ সালে দ্বিতীয় সন্তান চেয়ে ফের হাসপাতালে যান ওই দম্পতি। ১২ বছর আগে সংরক্ষণ করে রাখা ভ্রুণ থেকেই এবার তিনটি ভ্রুণ গর্ভে প্রতিস্থাপন করেন চিকিৎসকরা। গতবছর জুলাই মাসে প্রথম শোনা যায় হৃদস্পন্দন। কয়েকদিন আগে জন্ম হয়েছে এক ফুটফুটে শিশুর। সূত্র: আনন্দবাজার

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!