• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনুভূতি ভোঁতা, তাই গা সওয়া


ফেসবুক থেকে ডেস্ক এপ্রিল ২১, ২০১৭, ০৪:১১ পিএম
অনুভূতি ভোঁতা, তাই গা সওয়া

নির্বিকার

ঢাকা: একটা ঘটনা যখন বার বারই ঘটে চলে, রোধ করার কোনো উপায় পাওয়া যায় না, তখন সেটা গা সওয়া হয়ে যায়। আমরা বলি অনুভূতি ভোঁতা হয়ে গেছে।

চারদিকের কিছু ঘটনায় আমরা কষ্ট পাই। কখনও উহ্, আহ্ জাতীয় শব্দও করি। ভেতরে ভেতরে মরমে মরি। করতে পারি না কিছুই। এমন দুঃখ-কষ্টগুলোই আমাদের কাছে সাধারণ হয়ে যায়।

এক শিশু আরেক শিশুকে
বগুড়ার দুই শিশু

আমরা নির্মম হই, অমানবিক হয়ে যাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢু মারলেই দেখবেন প্রতিদিনই সামনে চলে আসছে এমন কিছু- আমরা এড়াতেও পারি না, কিছু করতেও পারি না। অসহায়ের মতো সে সব থেকে সরে পড়ি।

গুগলে সার্চ ইঞ্জিনে ‘শিশু নির্যাতন’ শব্দটি সার্চ করুন দেখবেন কত ভয়াবহ চিত্র আপনার সামনে হাজির।

আজ ( ২১ এপ্রিল) ফেসবুকে বগুড়ার সংবাদিক পিন্টু মাহমুদ পোস্ট দিয়েছেন একটা ছবি। ছবির ওপরে লেখা, ‘অপরাধ রুটি চুরি করেছে। দেশে বড় চোরের বিচার হয় না কিন্তু ছোট চুরির বিচার হাতেনাতে।’ কোনোভাবেই এড়ানো যায় না। এমন পোস্ট রাতদিনই আসে। ভরকে দেয়, কষ্ট দেয়, নাড়া দেয়। অসহায় করে দেয়।

সোনালীনিউজ/এন

Wordbridge School
Link copied!