• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অপারেশন হিটব্যাক: নারী শিশুসহ নিহত ৭/৮


মৌলভীবাজার প্রতিনিধি মার্চ ৩০, ২০১৭, ০৬:৩৪ পিএম
অপারেশন হিটব্যাক: নারী শিশুসহ নিহত ৭/৮

মৌলভীবাজার: মৌলভীবাজারের নাসিরপুরের জঙ্গি আস্তানার অপারেশন হিটব্যাক সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় আত্মঘাতী গ্রেনেড বিস্ফোরণে নারী ও শিশুসহ ৭/৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেল পাঁচটার দিকে ঘটনাস্থলের পাশে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

বুধবার ভোর থেকে চলা ওই অভিযানে ওই দিন বিকেল থেকে অংশ নেয় সোয়াত। রাতে বিরতি দিয়ে বৃহস্পতিবার সকাল থেকে আবার অভিয়ান শুরু হয়।

সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম বলেন, ‘বৈরি আবহাওয়ার কারণে এই অপারেশনে দেরি হয়েছে।কিছুক্ষণ আগে আমরা ভিতরে প্রবেশ করতে সক্ষম হয়েছি। ভিতরে প্রবেশ করে আমরা বেশকিছু লাশ দেখতে পেয়েছি। সেখানে ৭/৮টা লাশ হবে হয়তো।’

তিনি আরো বলেন,‘অনেক লাশের হাত -পা দেহ থেকে বিচ্ছিন্ন রয়েছে। সেখানে নারী ও শিশুদেরও লাশ থাকতে পারে বলে আমরা ধরণা করছি।তবে লাশগুলো থেকে দুর্গন্ধ বের হচ্ছে। বর্তমানে লাশগুলো সরিয়ে নেয়া হচ্ছে।’

মনিরুল ইসলাম বলেন, ‘আমরা জানতে পেরেছি এখানে যারা থাকতো তারা শশুর জামাই ছিল। এরা এই এলাকার নয়। এলাকাবাসী জানিয়েছে, তারা এখানে যখন থেকে বসবাস করতে শুরু করেছে। তখন থেকেই এরা বেশি বাইরে বের হতো না। এমন কি তাদের শিশুদেরও স্কুলে পাঠাতো না। সব সময় তারা ঘরের মধ্যেই থাকতো। কারো সঙ্গে কথাও বলতো না।’

তিনি আরও বলেন, ‘আমরা ধরণা করছি। যেহেতু লাশগুলো থেকে গন্ধ বের হচ্ছে তাই গতকাল বুধবার (২৯ মার্চ) বিকেলে পালাতে ব্যর্থ হয়ে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।’

এরআগে বৃহস্পতিবার দুপুরের দিকে ফের অপারেশন হিট ব্যাক শুরু করেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াত টিমের সদস্যরা। অভিযানে সিটিটিসির সদস্যরা ড্রোন ব্যবহার করেছে।

এদিকে শ্রীমঙ্গল থানার এস আই রাশেদুল আলম খান জানান, নাসিরপুরে অভিযান শেষে বড়হাটে অভিযান চালানো হবে।

 

সোনালীনিউজডটকম/ঢাকা/এমআর

Wordbridge School
Link copied!