• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অবশেষে কোচ পাচ্ছে ফুটবল দল


ক্রীড়া প্রতিবেদক মে ১৭, ২০১৭, ০৮:৪০ পিএম
অবশেষে কোচ পাচ্ছে ফুটবল দল

ঢাকা: গত বছর ভুটানের কাছে লজ্জাজনক পরাজয়ের পর দেশের ফুটবলে নেমে এসেছে অন্ধকারের অমানিশা। আগামী তিন বছর নেই ফিফা ও এফসির কোন ম্যাচ। দলের এমন ব্যর্থতার পর জাতীয় দলের কোচ নিয়োগ নিয়েও শুরু হয় কালক্ষেপন। অবশেষে বোধদয় হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। ইংলিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান পাসপোর্টধারী এন্ড্রু ওর্ডকে হেমন্ত-নাসিরদের নতুন কোচ হিসেবে চূড়ান্ত করেছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি।

বুধবার (১৭ মে) বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সভায় নতুন কোচ নিয়োগের চূড়ান্ত ঘোষণা দেয়া হয়। আগামী ১ জুন ঢাকায় এসে কাজ শুরু করার কথা রয়েছে এন্ড্রু ওর্ডের। যদিও আপাতত জাতীয় দলের কোনো খেলা নেই। তবে এএফসির বয়সভিত্তিক দুটি টুর্নামেন্ট আছে এ বছর। আপাতত যুব দলের কাজ দিয়ে শুরু হবে ওর্ডের বাংলাদেশ মিশন।

ইংল্যান্ডের হার্ডার্সে জন্ম নেয়া ওর্ড অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিয়ে থাকেন পার্থে। ৩৭ বছর বয়সী এ কোচ সর্বশেষ কাজ করেছেন অস্ট্রেলিয়ার এ লিগের পার্থ গ্লোরি ক্লাবের সহকারী কোচ হিসেবে। এ কোচের কাজ করার অভিজ্ঞতা আছে এশিয়াতেও। পার্থ গ্লোরির আগে তিনি থাইল্যান্ডের দুটি ক্লাবের দায়িত্বও পালন করেছেন। তবে কোনো জাতীয় দলে কাজ করার অভিজ্ঞতা নেই তার।

সর্বশেষ বাংলাদেশ দলের কোচ ছিলেন বেলজিয়ামের টম সেইন্টফিট। বিশ্বকাপ বাছাইয়ের ভরাডুবির পর তাকে বিদায় করে দেয় বাফুফে। গত বছর সেপ্টেম্বর ভুটানের কাছে জাতীয় দলের হারের পর থেকেই একজন নতুন বিদেশী কোচের সন্ধান করছিল বাফুফে।

এদিকে ভুটান ম্যাচের পর এখন পর্যন্ত কোন ম্যাচ খেলার সুযোগ পায়নি বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে আগামী সেপ্টেম্বরে ফিফার সদস্যভুক্ত কোন একটি দেশের সঙ্গে প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!