• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘অর্থমন্ত্রীর স্বেচ্ছায় পদত্যাগ করা উচিৎ’


নিজস্ব প্রতিবেদক জুন ২৩, ২০১৬, ০৮:৫৪ পিএম
‘অর্থমন্ত্রীর স্বেচ্ছায় পদত্যাগ করা উচিৎ’

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে পদত্যাগের আহ্বান জানিয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, ‘আর্থিক খাতে যেখানে সাগর চুরি হচ্ছে সেখানে অর্থমন্ত্রী নৈতিকভাবে দায়িত্ব হারিয়ে ফেলেছেন। এই অবস্থায় তাকে (অর্থমন্ত্রী) স্বেচ্ছায় পদত্যাগ করা উচিৎ।’

তিনি বলেছেন, ‘বাজেটে দেখেছি এক লাখ কোটি টাকার খেলাপি ঋণ। তাহলে এ টাকা কার কাছে গেছে? এরা কারা? এরা নিশ্চয়ই কোনো সাধারণ মানুষ নয়। এদেরকে আইনের আওতায় আনতে হবে।’

বৃহস্পতিবার (২৩ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ দাবি করেন জাপা সাংসদ। এ সময় অর্থমন্ত্রী সংসদেই উপস্থিত ছিলেন।

বাবলু বলেন, ‘সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক, জনতা ব্যাংকসহ সমস্ত ব্যাংকে চলছে লুটপাট আর লুটপাট। আপনি (অর্থমন্ত্রী) নিজেই ব্যাংকগুলোকে ‘ক্যান্সার ইনস্টিটিউশন’ বলেছেন। এজন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে সরকারি খাত থেকে বেসরকারি খাতে ছেড়ে দিলে আপনারকে আর দায়-দায়িত্ব নিতে হবে না।’

জাপা সাংসদ আরো বলেন, ‘আপনি যখন এই সংসদে বসে বলেন, সাগর চুরি হয়েছে। তার পর মূহূর্তে থেকে আপনি কি আর সংসদে অর্থমন্ত্রী হিসেবে থাকতে পারেন? এটা হচ্ছে আমার কথা। সাগর চুরি বলার পরে ‘ইউ ক্যান স্টে হেয়ার ফাইন্যান্স মিনিস্টার অফ কান্ট্রি’। এরপর তো আর আপনি থাকতে পারেন না।’
 
ব্যাংকিং খাতে ভর্তুকির সমালোচনা করে জিয়া উদ্দিন বাবলু বলেন, ‘৪ হাজার ১ কোটি টাকার সরকারি ব্যাংকিং সেক্টরে ঘাটতি পূরণের লক্ষ্যে ২ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছেন। কার টাকা দিচ্ছেন। এ টাকা তো গরিব মানুষের টাকা। তাহলে কি আবারও লুটপাট বাড়ানোর জন্যই ভর্তুকির টাকা দিচ্ছেন?’

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!