• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অ্যানিমেশন ইমোজি এবার হোয়াটসঅ্যাপ-এ!


বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক আগস্ট ২৯, ২০১৬, ০৬:১৪ পিএম
অ্যানিমেশন ইমোজি এবার হোয়াটসঅ্যাপ-এ!

স্কাইপি, ফেসবুক মেসেঞ্জার, ভাইবার-এ রয়েছে। কিন্তু হোয়াটসঅ্যাপ-এ একগুচ্ছ ইমোজি থাকলেও GIF ইমেজ সাপোর্ট করে না। এবার হোয়াটসঅ্যাপ-এও পাওয়া যাবে GIF (গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট) ইমেজ। অর্থাৎ চ্যাট করার সময় পাঠানো যাবে অটোপ্লে GIF। এখনো এই আপডেটের খবর সংস্থার পক্ষে অফিসিয়ালই জানানো হয়নি। তবে হোয়াটসঅ্যাপের প্রযুক্তিগত আপডেট সংক্রান্ত The Next Web citing @WABetaInfo নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে সাম্প্রতিক টুইটে বলা হয়েছে, খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপ-এও সাপোর্ট করবে GIF ইমোজি। অ্যান্ড্রয়েড ফোনেও মিলবে এই সুবিধা।

গতমাসেই ডেস্কটপ অ্যাপ চালু করেছে হোয়াটসঅ্যাপ। এই অ্যাপ ডাউনলোড করলে এখন ডেস্কটপেও সচ্ছন্দে হোয়াটসঅ্যাপ চ্যাট করা যায়। GIF সাপোর্ট করলে চ্যাট করার সময় অটোপ্লে ইমোজি পাঠানোতেও আর অসুবিধা থাকবে না। সূত্র: কলকাতা

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!