• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অ্যানেক্স ভবনের সামনে ফের স্থাপন করা হবে ভাস্কর্যটি


নিজস্ব প্রতিবেদক মে ২৬, ২০১৭, ০৩:২৬ পিএম
অ্যানেক্স ভবনের সামনে ফের স্থাপন করা হবে ভাস্কর্যটি

ঢাকা: সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্যটি সরিয়ে ফেলা হলেও ভাস্কর্যটি নতুন করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের হাইকোর্ট বিভাগের অ্যানেক্স ভবনের সামনে স্থাপন করা হবে।

এরই মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে অ্যানেক্স ভবনের সামনে লোহার পাইলিং করা হয়েছে ভাস্কর্যটি বসানোর জন্য। তবে, কবে নাগাদ অ্যানেক্স ভবনের সামনে এটি স্থাপন করা হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

ভাস্কর্যটি সুপ্রিম কোর্টের সামনে থেকে সরিয়ে ত্রিপল দিয়ে ঢেকে অ্যানেক্স ভবন বিল্ডিং এর পেছনে রাখা হয়েছে।

এদিকে, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রিক দেবীর ভাস্কর্য সরানোর বিষয়টি সরকারের নয়, এটি আদালতের এখতিয়ার বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

অন্যদিকে, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাই ভাস্কর্য স্থানান্তরের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

তিনি জানান, ‘বৃহস্পতিবার বিকেলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আমাকে ডেকেছিলেন। এসময় ড. কামাল হোসেন, খন্দকার মাহবুব হোসেনসহ সুপ্রিম কোর্টের বারের বর্তমান ও সাবেক দায়িত্বশীলরা সেখানে উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে প্রধান বিচারপতি বলেন, সুপ্রিম কোর্টের সামনের ভাস্কর্যকে কেন্দ্র করে আমি কোনও অপ্রীতিকর ঘটনা চাই না। এটি সরিয়ে নেওয়া হোক। এবং এমন জায়গায় স্থাপন করা হোক যেন প্রশ্ন না ওঠে।

অ্যাটর্নি জেনারেল আরও জানান, ‘এসময় সুপ্রিম কোর্টের সামন থেকে ভাস্কর্যটি সরিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ বলে আমরা প্রধান বিচারপতিকে বলেছি।’

এদিকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রিক দেবীর ভাস্কর্য সরানোর প্রতিবাদে ছাত্র ইউনিয়নের বের করা মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। শুক্রবার (২৬ মে) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে। এঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

এদিকে বিক্ষোভকারীদের মধ্যে কয়েকজনকে পুলিশ আটক করেছে বলে দাবি করছেন তারা। এঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামীকাল সারাদেশে কয়েকটি সংগঠনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।

এর আগে বৃহস্পতিবার (২৫ মে) সাড়ে ১১টায় ভাস্কর্যটি সরিয়ে নেয়ার কাজ শুরু করে। আজ (শুক্রবার) ভোর সাড়ে চারটার দিকে এটি সরিয়ে ফেলা হয়। ভাস্কর্য সরিয়ে নেয়ার কাজের তদারকি করেন ভাস্কর মৃণাল হক। এ সময় তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

গত বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে সুপ্রিমকোর্টের সামনে স্থাপন করা হয় এ ভাস্কর্যটি। গ্রীক দেবী থেমিসের আদলে ন্যায় বিচারের প্রতীক হিসেবে ভাস্কর্যটি স্থাপন করেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

স্থাপনের পর থেকে এ নিয়ে নানা মহলে চলতে থাকে আলোচনা- সমালোচনা। ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম রোজার আগে ভাস্কর্যটি সরানোর আল্টিমেটামও দেয়।

এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে ভাস্কর্যটি সরিয়ে ফেলার কাজ শুরু হয়। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে চারটার দিকে ভাস্কর্যটি সম্পূর্ণভাবে অপসারণের কাজ শেষ হয়। ভাস্কর্যটি সরানোকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিলো।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!