• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইএস আতঙ্ক! মুম্বাইয়ে জরুরি অবতরণ বিমানের


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ২৮, ২০১৬, ০৪:৫৭ পিএম
আইএস আতঙ্ক! মুম্বাইয়ে জরুরি অবতরণ বিমানের

গোটা বিশ্বেই আইএস-আতঙ্ক! এমনকি মাঝ আকাশেও সেই একই আতঙ্ক। যে কারণে ভারতে জরুরি অবতরণ করাতে হল ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানকে। দুবাই থেকে কেরলের কালিকট যাচ্ছিল বিমানটি। মাঝপথে মুম্বাইতে অতরণের পর আটক করা হয়েছে দুই যাত্রীকে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে ১২০ জনকে নিয়ে দুবাই থেকে বিমানটি ওড়ার পরেই এক যাত্রী ইসলামিক স্টেটের নামে জয়ধ্বনি দিতে শুরু করেন। অন্য যাত্রীরা এতে আপত্তি করলেও ওই যাত্রী থামেননি। বরং ইসলামিক স্টেটের নামে তাঁর স্লোগান ক্রমশ বাড়তে থাকে। ওই যাত্রীর উদ্দেশ্য নিয়ে সন্দিহান হয়ে পড়েন যাত্রীরাসহ বিমানের কর্মীরা। বিমানে আতঙ্ক ছড়ায়। ফলে পাইলট বিমানটির জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। তড়িঘড়ি মাঝ আকাশেই বিমানের রুট মুম্বাইয়ের দিকে ঘুরিয়ে দেয়া হয়। সকাল ৯টা ১৫ মিনিটে বিমানটি মুম্বাইতে অবতরণ করে। দুই যাত্রীকে বিমান থেকে নামিয়ে নেয়া হয়। তাঁদের লাগেজও বিমান থেকে নামিয়ে দেয়া হয়। তার পর বিমানটি কেরলের কোচি বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয়।

যে ব্যক্তি ইসলামিক স্টেটের নামে জয়ধ্বনি দিচ্ছিলেন, তাঁকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। সূত্র: আনন্দবাজার

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!