• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইন মন্ত্রণালয়ের অসহযোগিতায় বিচার বিভাগ অকেজো হয়ে যাচ্ছে


আদালত প্রতিবেদক মে ২১, ২০১৭, ০১:০৩ পিএম
আইন মন্ত্রণালয়ের অসহযোগিতায় বিচার বিভাগ অকেজো হয়ে যাচ্ছে

ঢাকা: নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভাম্যমান আদালত পরিচালনা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানিতে অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, এভাবে বললে সংবাদপত্রে বড় বড় অক্ষরে হেডলাইন হবে। এভাবে না বলার জন্য আপিল বিভাগকে অনুরোধ জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

রোববার (২১ মে) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগে এ সংক্রান্ত মামলার শুনানিকালে এ কথা বলেন আদালত।

এ সময় আপিল বিভাগ বলেন, ‘আইন মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে বিচার বিভাগ অকেজো হয়ে যাচ্ছে’।

হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন উপস্থাপনের পর আদালত বলেন, দরখাস্তে কী দেখাতে চেয়েছেন? জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, মোবাইল কোর্ট চারদিন বন্ধ ছিলো। এর মধ্যে দিনাজপুরে ৩৭টি বাল্য বিয়ে হয়েছে।

তখন আদালত বলেন, ‘আপনি কি প্যারালাল কোর্ট চান। এসময় অ্যাটর্নি জেনারেল বলেন, না। ইমিডিয়েটলি ইফেক্টের জন্য। কোনো অপরাধের তাৎক্ষণিক ব্যবস্থার জন্য এটা।

তখন আদালত বলেন, ‘মোবাইল কোর্ট করে শাস্তি দিবেন। আবার তার বিচার করবেন। এটা কোন বিধানে করবেন।’ জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন,‘পুরো মামলাটির শুনানি গ্রহণ করেন।’

তখন আদালত বলেন,‘আমরা প্রকাশ্যে আদালতে অনেক কিছু বলি। এটাতে অনেক অপব্যাখ্যা হচ্ছে। বিচার বিভাগ সরকারের বিপক্ষে নয়। বিচার বিভাগ সব সময় দেশের আইন শৃংখলা রক্ষার স্বার্থে রায় দেন। আইন মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে বিচার বিভাগ অকেজো হয়ে যাচ্ছে। এটা আপনি সরকারকে জানাবেন। সামাধানের জন্য।’

জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এভাবে বললে হবে। এটা কি সলভ (সমাধান) হবে। এগুলো বললে সংবাদ পত্রে বড় বড় অক্ষরে হেডলাইন হবে। তাহলে কিভাবে সামাধান হবে।’

আদালত বলেন, ‘আপনাকে জানিয়ে দিলাম সমাধান করার জন্য।’ তখন অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সল্যুশন তো হচ্ছে না।’

পরে আপিল বিভাগ নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় ২ জুলাই পর্যন্ত স্থগিত ঘোষণা করেছেন আপিল বিভাগ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকে অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গত ১৪ মে আপিল করেছিল রাষ্ট্রপক্ষ।

গত ১১ মে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ বলে রায় দেন হাইকোর্ট। ভ্রাম্যমাণ (মোবাইল কোর্ট) আদালতে সাজাপ্রাপ্ত পৃথক তিন ব্যক্তির দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে তিনটি রুলের চূড়ান্ত শুনানি শেষে ওই রায় দেয়া হয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!