• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইফোনে চালান অ্যান্ড্রয়েড


বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক জুন ৯, ২০১৬, ১০:৫৫ পিএম
আইফোনে চালান অ্যান্ড্রয়েড

সাধারণত নকল আইফোনগুলো চলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে। আসল আইফোনের অপারেটিং সিস্টেম সবসময় আইওএস। তবে এবার আসল আইফোনে চলবে অ্যান্ড্রয়েড। দরকার হবে শুধুমাত্র একটি কেসিংয়ের।

টেন্ডিগি নামে একটি উদ্যোক্তা প্রতিষ্ঠানের প্রধান কারিগরি কর্মকর্তা নিক লি নতুন একটি কেসিং বানিয়েছেন যে কেসিংয়ে আইফোনে ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম।

থ্র্রিডি প্রিন্টেড এই কেসিংটিতে রয়েছে একটি লিমেকার হাইকি বোর্ড, একটি ব্যাটারি এবং অন্যান্য হার্ডওয়্যার যা অ্যান্ড্রয়েড ভার্সনকে সমর্থন করে। কেইসটি আইফোনের চার্জার পোর্টে সংযুক্ত করতে হবে।

ক্যাসিংটি সংযুক্ত হওয়ার পর আইফোনে ডিসপ্লেতে অ্যান্ড্রয়েড সিস্টেম প্রদর্শিত হবে। মূলত লি এই কেইসটি বানিয়েছিলেন দেখার জন্য কিভাবে অ্যান্ড্রয়েড ওপেন সোর্স থেকে কাস্টমাইজড ভার্সনে মার্শ ম্যালো করা হয়

যদিও এই প্রক্রিয়াটি আইফোনে অ্যান্ড্রয়েড ভার্সন ব্যবহারের সুযোগ দেয় তারপরেও ব্যাপারটি রসিকতা ছাড়া আর কিছু না। সত্যিকারের আইফোন ব্যবহারকারীরা বেশিরভাগ ক্ষেত্রে নিজেদের অপারেটিং সিস্টেমকে বেশি পছন্দ করে।  

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!