• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইসিটি মামলায় সাংবাদিক আহমেদ রাজু গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক মে ১, ২০১৭, ১০:০৯ পিএম
আইসিটি মামলায় সাংবাদিক আহমেদ রাজু গ্রেপ্তার

ঢাকা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের (আইসিটি) মামলায় গ্রেপ্তার হয়েছেন নতুন সময় ডটকম-এর নির্বাহী সম্পাদক আহমেদ রাজু। রোববার (৩০ এপ্রিল)  আহমেদ রাজুকে গ্রেপ্তার করে রমনা থানা পুলিশ।

রমনা থানার পরিদর্শক (তদন্ত) আলী হোসেন জানান, বর্তমানে তথ্যপ্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে অনেকেই অন্যের ক্ষতি করার অপচেষ্টা করে থাকে। এক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে। তদন্তপূর্বক বিস্তারিত জানা যাবে।

রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বলেন, ‘আইসিটি মামলাকে যথেষ্ট গুরুত্ব দেয়া হয়। ৫৭/৬৬ ধারায় করা মামলায় আহমেদ রাজু গ্রেপ্তার হয়েছেন। বিষয়টি তদন্তপূর্বক যত দ্রুত সম্ভব চার্জশিট দেয়া হবে।’

অনলাইন নিউজ পোর্টাল নতুন সময় ডটকমে ওয়ালটন-এর নিজস্ব ব্র্যান্ড ‘ওয়ালটন’ মোবাইল ফোনসেট নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদন প্রকাশের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ বিষয়ে প্রচারণা চালানো হয়। এ জন্য ওয়ালটন কর্তৃপক্ষ আহমেদ রাজুর বিরুদ্ধে মামলা করে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এমএইচএম

Wordbridge School
Link copied!