• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আন্দোলনে জবি ছাত্রলীগের একাত্মতা, মিশ্র প্রতিক্রিয়া!


জবি প্রতিনিধি এপ্রিল ১১, ২০১৮, ০৪:৪৪ পিএম
আন্দোলনে জবি ছাত্রলীগের একাত্মতা, মিশ্র প্রতিক্রিয়া!

জবি: কোটা সংস্কার দাবির আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে জবি শাখা ছাত্রলীগ। এদিকে তাদের একাত্মতা নিয়ে সাধারণ শিক্ষার্থী ও আন্দোলনে নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের মাঝে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।

বুধবার (১১ এপ্রিল) সকাল থেকে জবি ক্যাম্পাসে ছাত্রলীগের বাঁধার মুখে তাঁতীবাজার মোড়ে অবস্থান নিতে বাধ্য হয় পুরান ঢাকার আন্দোলনকারীরা। এতে মিছিলে মিছিলে উত্তাল হতে থাকে তাঁতীবাজার মোড়। পরে বেলা পৌনে ১টার দিকে জবি ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেল এর নেতৃত্বে ছাত্রলীগের একটি গ্রুপ তাঁতীবাজার মোড়ে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে এসে একাত্মতার ঘোষণা দেন। এসময় তারা কোটা সংস্কারের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

অনেকেই ছাত্রলীগের একাত্মতাকে সাধুবাদ জানালেও অনেকে শঙ্কা প্রকাশ করেছেন। জবির বাংলা বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, আমরা চাই না অতীতের হল আন্দোলনের ন্যায় এই আন্দোলনকেও বানচাল করুক। আমরা দেখেছি হল আন্দোলনে ছাএলীগের সম্মতির পরের দিনই তারা নেতৃত্বে এসে আন্দোলেন স্থগিত করেছিল। আমরা চাই না এবার এমন ঘটুক। কেননা এটা আমাদের অস্তিত্বের লড়াই। যদি এই আন্দোলন নিয়েও কোনো ষড়যন্ত্র হয়ে থাকে, তবে  জগন্নাথের কোনো সাধারণ শিক্ষার্থীই সেটা মেনে নিবে না।

তাদের একাত্ত্বতা নিয়ে জবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি রুহুল আমীন বলেন, যদি তাদের সংহতি শিক্ষার্থীদের জন্য হয় তবে তাদের সাধুবাদ জানাই। তবে তাদের পূর্বের হামলা, মামলা থেকে সংহতি প্রকাশের কোনো সুযোগ নেই।  

এদিকে একাত্মতা প্রকাশ করতে এসে জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেল বলেন, কোটা সংস্কারের এই যৌক্তিক আন্দোলনে আমরা তোমাদের সঙ্গে আছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। এই আন্দোলনের সুফল নিয়েই আমরা ঘরে ফিরব।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!