• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আর্জেন্টিনা-ব্রাজিলের হাইভোল্টেজ ম্যাচ শুক্রবার


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১০, ২০১৬, ১২:৩৮ পিএম
আর্জেন্টিনা-ব্রাজিলের হাইভোল্টেজ ম্যাচ শুক্রবার

আমেরিকায় রানৈতিক উত্তাপ শেষ হতেই এবার শুরু ফুটবল উত্তাপ। তবে যুক্তরাষ্ট্রে নয়, উত্তাপটা ল্যাটিন আমেরিকার দুই দেশ আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচকে ঘিরে। ফূটবল বিশ্বের পাশ্ববর্তী এই দুটি দেশের ফুটবল ম্যাচ মানেই অন্য রকম উত্তেজনা। যা কিনা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। 

বাংলাদেশ সময় আগামীকাল শুক্রবার সকালেই দুই মহারথীর লড়াই। ব্রাজিলের মাঠেই মুখোমুখি হচ্ছে দু’দল। দুই বছর আগে যে মাঠে বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে পরাজিত হওয়ার শোক গাথার স্মৃতি জড়িত। মিনেইরো, বেলো হরিজন্তে এবার ব্রাজিলীয়ানদের অতীত কষ্ট মুছে ফেলার সময় এসেছে। অন্য দিকে ম্যাচটি আর্জেন্টিনার জন্যও যে বেশ গুরুত্বপূর্ণ। হারলেই বড় বিপদ তাদের সামনে অপেক্ষা করছে। এমন কী বিশ্বকাপ মিশনই শেষ হওয়ার আশঙ্কার সামনে ঝুলছে মেসির আর্জেন্টিনা। 

দু’দলের দু’রকম মিশন। ব্রাজিল হারলেও সমস্যা নেই। ২১ পয়েন্ট নিয়ে তারা রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। কিন্তু ১৬ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার অবস্থান অনেক নীচে। তাই মেসিদের সামনে উত্তাল ঢেউ। কে জিতবে মেসি না নেইমার। সবার সামনে এটিই এখন বড় প্রশ্ন। তবে যে যিতুক না কেন। মেসি, মাচেরানো আর নেইমাররা ব্রাজিলে গেলেন একই বিমানে চড়ে। তাও আবার নেইমারের নিজস্ব বিমানে। অন্য রকম এক মজা করে। তিনজনই যে খেলেন আবার একই ক্লাব বার্সেলোনায়। তাও কাঁধে কাঁধ মিলিয়ে। কিন্তু এবার একে খেলবেন অপরের বিপক্ষে। ক্লাব ফুটবলের পরম বন্ধুরা আর্ন্তজাতিক ফুটবলে বনে যাচ্ছেন চরম শত্রুতে। 

ব্রাজিলিয়ান কোচ ইতিমধ্যে মেসিকে আটকানোর নানা পরিকল্পনা এঁকেছেন। কারণ সেলেসাওদের সব সুবিধার বিপরীতে আর্জেন্টিনার আছে ওই একটি নাম, মেসি। ব্রাজিলের হাসি কেড়ে নিতে হয়তো ওই একটি নামই যথেষ্ট। ব্রাজিলও জানে সেটি, আর তাই আর্জেন্টাইন অধিনায়ককে আটকানোর ফন্দি নিয়েই ভাবছে তিতের দল। মিডফিল্ডার রেনাতো অগুস্তো তো ঘোষণা দিয়ে রেখেছেন, মেসিকে ভোঁতা করে দেওয়ার সব ছকও নাকি কষে রাখা আছে। 

বাছাইপর্বে পরপর চারটি ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজে কাল আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। অন্যদিকে, আর্জেন্টিনা আছে পুরোপুরি বিপরীত মেরুতে। সর্বশেষ তিন ম্যাচে দুই ড্র, এক হার। তার ওপর অবৈধ খেলোয়াড় খেলানোয় বলিভিয়ার পয়েন্ট কেটে নেওয়ার প্রভাবও পড়েছে এদগার্দো বাউজার দলের ওপর। বলিভিয়ার একটি ম্যাচের প্রতিপক্ষ চিলি পেয়েছে বাড়তি তিন পয়েন্ট, তাতে আর্জেন্টিনাকে পয়েন্ট তালিকার ছয়ে ঠেলে পাঁচে উঠে গেছে চিলি।

তবে আর্জেন্টিনা কোচ এবার কিছুটা স্বস্তি নিয়ে ডাগআউটে বসতে পারেন, এবার যে মেসি আছেন। সর্বশেষ যে তিন ম্যাচে আর্জেন্টিনা জেতেনি, তাতে চোটের কারণে মেসি ছিলেন না। তবে এবার অপ্রত্যাশিত কিছু না ঘটলে বার্সেলোনা ফরোয়ার্ডকে পাচ্ছে আর্জেন্টিনা। সময়ের অন্যতম সেরা এই ফুটবলারের ওপরই নির্ভর করছে আর্জেন্টিনার বিশ্বকাপ-টিকিট।

মেসি ছিলেন, বিশ্বকাপ বাছাইপর্বের এমন তিন ম্যাচের তিনটিতেই জিতেছে আলবিসেলেস্তেরা। আর মেসি না থাকা সাত ম্যাচে জয় মাত্র একটি। অবশ্য আর্জেন্টিনার জন্য মেসি কতটা গুরুত্বপূর্ণ, সেটি তো আর নতুন করে শুধু পরিসংখ্যান দিয়ে বোঝানোর কিছু নেই। ব্যাপারটা ব্রাজিলও খুব ভালো করেই জানে। আর জানে বলেই বার্সেলোনা তারকাকে ঠেকানোর ছকটা বেশ ভালোভাবেই করে রেখেছে তারা।

ব্রাজিলের মিডফিল্ডার রেনাতো অগুস্তো আত্মবিশ্বাস নিয়েই বলেছেন, ‘মেসিকে ভোঁতা করে দেওয়ার সব ছকই কাটা হয়ে গেছে আমাদের।’ কীভাবে, সেটিও জানিয়েছেন চীনের বেইজিং গুয়ানের মিডফিল্ডার, ‘কেবল মেসি নয়, ওদের সব খেলোয়াড়ই যেন মাঠে বেশি জায়গা না পায়, সেটি আগে নিশ্চিত করতে হবে। আর মেসি বল পেলে আমাদের দেখতে হবে, তাঁর পাস বাড়ানোর জন্য জায়গা যেন ছোট হয়ে যায়।’

কৌশলটা এমন অবিশ্বাস্য কোনো আবিষ্কার নয়। এর আগে অনেক দলই ব্যবহার করেছে এই কৌশল, সফলও হয়েছে। তবে ব্রাজিলের জন্য মেসিকে আটকানোর কৌশলটি ঝালিয়ে নেওয়াটা সহজ। মেসির বার্সা-সতীর্থ নেইমারও যে আছেন। অগুস্তোই বলছেন, ‘নেইমারের সঙ্গে ব্যাপারটি নিয়ে আমরা কাজ করেছি। লক্ষ্য একটাই, মেসির গোলে শট নেওয়া ও সতীর্থদের পাস দেওয়ার সুযোগ ঠেকাতে হবে।’ অবশ্য আর্জেন্টিনারও তো একই রকম মাথা ব্যথা, নেইমারকে আটকানোর। সূত্র গোল ডটকম

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!