• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে প্রশিক্ষণ কোর্স


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৭, ২০১৭, ০৪:২৬ পিএম
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে প্রশিক্ষণ কোর্স

ঢাকা: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ট্রেইনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে ‘ওরিয়েন্টেশন কোর্স অন ব্যাংকিং’ শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে।

রোববার (৬ আগস্ট)  ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। 

এ সময় ট্রেইনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল নুরুল ইসলাম খলিফা এবং ফ্যাকাল্টি মেম্বার ও ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী উপস্থিত ছিলেন। কোর্সে ব্যাংকের নির্ধারিত কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। 

সোমাবার (৭ আগস্ট) ব্যাংকের হেড অব পাবলিক রিলেশন্স বিভাগের জালাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান বলেন শরীয়াহ্ পরিপালনের মাধ্যমে ইসলামী অর্থনীতি সম্প্রসারণই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের প্রধান উদ্দেশ্য। 

এ সময় তিনি শরীয়াহ্ পরিপালনের মাধ্যমে গ্রাহকবৃন্দকে আরও অত্যাধুনিক সেবা প্রদানের বিষয়ে সকল কর্মকর্তাকে উদ্যোগী হওয়ার নির্দেশ দেন।
 
সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!