• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আড়িপাতার অভিযোগ অস্বীকার করলো ফেইসবুক


বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক জুন ১০, ২০১৬, ০৫:০০ পিএম
আড়িপাতার অভিযোগ অস্বীকার করলো ফেইসবুক

ব্যবহারকারীদের আলাপচারিতায় আড়ি পেতে কথা শুনার অভিযোগ অস্বীকার করেছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক।

বিজ্ঞাপনী ফিচারের প্রয়োজনে ব্যবহারকারীদের মাইক্রোফোন অ্যাকসেস করে বলে অভিযোগ উঠার পর এ দাবি করে সোশাল জায়ান্টটি।

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, মার্কিন এই সাইটটি ব্যবহারকারীদের তথ্য মাইক্রোফোনের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে এবং প্রত্যেক ব্যবহারকারীর কথা এবং আলোচনার বিষয়গুলো মাথায় রেখে ওই ব্যবহারকারীদের কাছেই বিজ্ঞাপন প্রচার করছে বলে ‘গুজব’ উঠে।

কিন্তু ফেইসবুকের দাবি, নির্দিষ্ট যেসব ফিচারে মাইক্রোফোনের ব্যবহার আবশ্যক, সেগুলোতেই এই ব্যবস্থা নেওয়া হয়। ফেইসবুকে ব্যবহারকারীদের অন্যান্য ব্যবহারের পর্যবেক্ষণ করেই বিজ্ঞাপন দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্প্রতি এ ধরনের কথায় কান দিলেও, অনেকদিন ধরে চলা এসব অভিযোগকে সব সময়ই ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছে সাইটটি।

অন্যদিকে, সাম্প্রতিক সময়ে মোবাইল ফোনের ওয়েব ব্রাউজারের মাধ্যমে ফেইসবুকের মেসেজ দেখতে পারার সুবিধাটি বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানায় সাইটটি। তারা জানিয়েছে, তাদের এই পদক্ষেপটি ২০১৪ মেসেঞ্জার পলিসি'র বর্ধিত অংশ।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!