• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এই ইমরানই উদ্ধার করে খাদিজাকে


নিউজ ডেস্ক অক্টোবর ৬, ২০১৬, ০৬:৫৪ পিএম
এই ইমরানই উদ্ধার করে খাদিজাকে

ছেলেটির নাম ইমরান। সারা শরীরে শরীরে খাদিজার রক্ত। যখন খাদিজাকে কুপিয়ে আহত করে ফেলে যায়, তখন কেউ এগিয়ে আসেনি। ইমরানই তখন খাদিজাকে তুলে দৌঁড়ে হাসপাতালে নিয়ে আসে।

গুলজার নামের একজন ফেসবুক ব্যবহারকারী ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘বিকেলে ৫টা ৪৫ মিনিটে স্ব চক্ষে দেখেছি এই রক্তভেজা শরীরে পাগলের মতো ইমরান দৌড়াচ্ছিল ফার্মেসি আর ইমার্জেন্সি গেইটে, ছেলেটিকে ধন্যবাদ না দিয়ে পারলাম না।’

এদিকে ছাত্রলীগ যে ভালো কাজ করে তার প্রমান হিসেবে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিকের ফেসবুক পেইজে ইমরানের একটি ছবি পোষ্ট করে তিনি লিখেছেন, “নিচের ছবিতে যাকে দেখতে পাচ্ছেন এই সেই বীরপুরুষ যে কিনা অন্য দশজনের মত দাঁড়িয়ে থেকে তামাশা দেখেনি বা ভিডিও করেনি। সবার আগে এগিয়ে গিয়ে এমসি কলেজের আহত ছাত্রী খাদিজাকে হসপিটালে নিয়ে যায় এবং এক ব্যাগ রক্তদান করে। আর তার পরিচয় জানতে চান? সে হলো শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এর ‘প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক’ কিন্তু এই খবর কোন মিডিয়া বা পত্রিকায় আসেনি কারণ ছাত্রলীগের ভাল কাজ তাদের চোখে পরেনা।”

ইমরানের এই রক্তমাখা ছবিটি এখন ঘুরছে দেশের সোশ্যাল মিডিয়াজুড়ে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!