• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এক কবরে আড়াইশোর বেশি মাথার খুলি!


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৫, ২০১৭, ১২:২৭ পিএম
এক কবরে আড়াইশোর বেশি মাথার খুলি!

ফাইল ছবি

ঢাকা: একটি গণকবর থেকে আড়াইশোরও বেশি মাথার খুলি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এ সংখ্যা আরো বাড়তে পারে। মেক্সিকোর পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ রাজ্যে এ গণ কবরের সন্ধান পাওয়া গেছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মাদক ব্যবসা ও চোরাচালানের জের ধরেই এই বিরাট গণকবর গড়ে উঠেছে বলে মনে করছেন দেশটির সরকারী কৌঁসুলি জর্জ উইঙ্কলা।

ভেরাক্রুজ রাজ্যে গণ কবরের সন্ধান মেলার পর বেরিয়ে আসছে এই সংক্রান্ত আরো নানান লোমহর্ষক তথ্য। তবে গণকবরটি সন্ধান ঠিক কখন পাওয়া গেছে তা এখনো জানানো হয়নি।

গণকবরে অনুসন্ধান করছেন উদ্ধার কর্মীরা

ওই আইনজীবী জানিয়েছেন, ‘ভেরাক্রুজের স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগসাজশেই মৃতদেহগুলো এখানে ফেলে রাখা হতো। তাই এখানে আরো অনেক মৃতদেহ পাওয়ার সম্ভাবনাকেও তিনি উড়িয়ে দিচ্ছেন না।’

যদি এই এলাকায় আরো নিবিড়ভাবে তল্লাশি চালানো হয়, তাহলে মেক্সিকোর সবচেয়ে বড় গণ-কবরটি হয়তো এখানেই পাওয়া যেতে পারে বলেও তিনি মন্তব্য করেছেন।

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!