• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এক বছরে কাশ্মীরে নিহত ২০০


আন্তর্জাতিক ডেস্ক জুন ২০, ২০১৬, ১০:৫৪ পিএম
এক বছরে কাশ্মীরে নিহত ২০০

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত এক বছরে প্রায় ২০০ জন নিহত হয়েছে। এছাড়া গ্রেপ্তার করা হয়েছে আরো ৮০০ জনকে। নিহতদের ৪৭ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ১০৮ জন ‘সন্ত্রাসী’ রয়েছে। সোমাবার (২০ জুন) ভারতের আইন সভার অধিবেশনে এ তথ্য জানান কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

অধিবেশনে বিরোধী দল ন্যাশনাল কনফারেন্স নেতা এএম সাগরের এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী লিখিত বক্তব্যে বলেন, ২০১৫ সালের ১৫ জানুয়ারি থেকে ২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত কাশ্মীরে ১৪৬টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় ১৬৯ জন নিহত হয়। এদের মধ্যে ১০৮ জন সন্ত্রাসী, ৩৯ জন নিরাপত্তা কর্মকর্তা এবং ২২ জন বেসামরিক মানুষ রয়েছে। এছাড়া একই সময়ে সীমান্তে ১৮১টি গুলির ঘটনায় আট নিরাপত্তা কর্মকর্তাসহ মোট ২২ জন নিহত এবং ৭৫ জন আহত হয়।

মুফতি বলেন, কাশ্মীরের দক্ষিণাঞ্চলীয় চারটি জেলা অনন্তনাগ, পুলওয়ামা, কুলগাম এবং শোপিয়ানে সবচেয়ে বেশি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ জেলাগুলোতে ৬১টি হামলার ঘটনায় ৫৪ জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে ১২ জন সামরিক বাহিনীর সদস্য এবং ৩৪ জন সন্ত্রাসী রয়েছে। পাকিস্তান সংলগ্ন উত্তর কাশ্মীরের তিন জেলা কুপওয়ারা, বারামুল্লাহ ও বান্ডিপোরাতে দক্ষিণের চেয়ে দ্বিগুণ সংখ্যক মানুষ নিহত হয়েছে। তাছাড়া এই সময়ের মধ্যে প্রদেশের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে ১৫টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!