• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এক সপ্তাহ আম না কেনার পরামর্শ


বিশেষ প্রতিনিধি মে ১৯, ২০১৮, ০৪:০০ পিএম
এক সপ্তাহ আম না কেনার পরামর্শ

ঢাকা : রাজধানীর মিরপুর-১ নম্বরে বেড়িবাঁধ এলাকায় ৮ থেকে ১০টি ফলের আড়তে অভিযান চালিয়ে ১‌ হাজার ২০০ মণ আম জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৯ মে) সকাল ৬টা থেকে এই অভিযান শুরু হয়। এ ঘটনায় ৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

এ ছাড়া আগামী এক সপ্তাহ বাজার থেকে কোনো আম না কেনার আহ্বান জানিয়েছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অপরিপক্ব আমে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে পাকানোর অভিযোগে এই বিপুল পরিমাণ আম জব্দ করা হয়। তিনি আরও জানান, নির্দিষ্ট সময়ের ১০ থেকে ১৫ দিন আগে আমগুলো গাছ থেকে নামানো হয়েছে।

র‌্যাবের পাশাপাশি বিএসটিআই এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলন।

সারোয়ার আলম বলেন, বাইরে থেকে দেখে মনে হচ্ছে আমগুলো পেকে গেছে। কিন্তু ভেতরে একেবারেই কচি। আমগুলো কখনো ভাঙতে হবে সেটির একটি অঞ্চলভিত্তিক ক্যালেন্ডার সরকার করে দিয়েছে।

কিন্তু কিছু ব্যবসায়ীরা আগেই আমগুলো পেড়ে নিয়ে এসে সেটা কেমিক্যাল দিয়ে পাকানোর চেষ্টা করেছে। ক্রেতাদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা অন্তত আগামী এক সপ্তাহ বা দশ দিন কোনো আম কিনবেন না। পরে যখন পুরোপুরিভাবে আম বাজারে উঠবে তখন কিনবেন।

আমের বাজার নষ্ট না করতে ফরমালিন ব্যবহারকারী ব্যবসায়ীদের হুঁশিয়ারি দেন সারোয়ার আলম।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এইচএআর

Wordbridge School
Link copied!