• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘একতরফা নির্বাচন কমিশন জনগণ মেনে নেবে না’


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৫, ২০১৬, ০৩:১৫ পিএম
‘একতরফা নির্বাচন কমিশন জনগণ মেনে নেবে না’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একতরফা নির্বাচন কমিশন জনগণ মেনে নেবে না। তাই সবার মতামতের ভিত্তিতে সার্চ কমিটির মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করে অবাধ নির্বাচন আয়োজন করতে আওয়ামী লীগের নতুন কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৫ অক্টোবর দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘অবিলম্বে সবার মতামতের ভিত্তিতে সার্চ কমিটি গঠন করে সবার নিকট গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করুন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে যথাযথ উদ্যোগ নিন।’

বিএনপির এই নেতা বলেন, ‘বাক-ব্যক্তি স্বাধীনতা ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি যথাযথভাবে কাজ করবেন বলে দেশবাসী প্রত্যাশা করে।’

তিনি বলেন, ‘আবারো সাজানো দলীয় অনুগতদের দিয়ে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হলে তাতে শেখ হাসিনারই অশুভ ইচ্ছা পূরণ হবে। কিন্তু গণতন্ত্র ও নির্বাচনের ঠিকানা হবে আজিমপুর গোরস্থানে।’

রিজভী বলেন, ‘সবার মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করতে হবে। এই দাবি শুধু বিএনপির নয়, বরং দেশের সব রাজনৈতিক দল, সুশীল সমাজসহ বাংলাদেশের আপামর জনসাধারণের যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবি।’

আওয়ামী লীগের কাউন্সিলে অন্যান্য রাজনৈতিক দলের অধিকাংশই যায়নি দাবি করে রিজভী বলেন, ‘আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনের পর থেকে নেতৃবৃন্দের কথাবার্তায় জাতি আশান্বিত হওয়া দূরে থাক, তাদের বক্তব্যে একনায়কতান্ত্রিক জিঘাংসামূলক নির্দয় স্বৈরশাসনেরই প্রতিফলন পূণর্ব্যক্ত হয়েছে।’

‘আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের কাউন্সিলে বলেছেন-যে করেই হোক আওয়ামী লীগকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে। বিএনপিকে কোনোভাবেই ক্ষমতায় যেতে দেওয়া হবে না। এ ধরনের বক্তব্যে এটাই প্রমাণ হয় যে, তারা আগামী নির্বাচনে জনমতের প্রতিফলনকে অগ্রাহ্য করে জবরদখলকারীর ভূমিকাই পালন করবে’, বলেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।

সংবাদ সম্মেলনে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!