• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এত কাছে এসে ট্রফি হাতছাড়া হওয়া যন্ত্রণাদায়ক: মুশফিক


ক্রীড়া প্রতিবেদক মার্চ ১৯, ২০১৮, ০৬:৪৫ পিএম
এত কাছে এসে ট্রফি হাতছাড়া হওয়া যন্ত্রণাদায়ক: মুশফিক

ঢাকা: দ্বিপাক্ষিক সিরিজে অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু ত্রিদেশীয় সিরিজ বা এশিয়া কাপের মতো টুর্নামেন্টে কখনও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। অথচ এমন টুর্নামেন্টে পাঁচবার ফাইনালে খেলেছে টাইগাররা। একাধিকবার জয়ের বিপুল সম্ভাবনা জাগিয়েও শেষ অবধি স্বপ্ন ভঙ্গের বেদনায় পুরতে হয়েছে লাল সবুজের জার্সিধারীদের। সর্বশেষ শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতেও তার ব্যাতিক্রম ঘটেনি। ফাইনালে শেষ ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশের জয় কেড়ে নিয়েছেন দিনেশ কার্তিক। বারংবার এত কাছে এসে ট্রফি হাতছাড়া হওয়া খুবই যন্ত্রণাদায়ক। সোমবার (১৯ মার্চ) দেশে ফিরে এমন মন্তব্য করেছে মুশফিকুর রহীম।  

এদিন সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টাইগারদের সাবেক অধিনায়ক বলেন, ‘খারাপ লাগাটাই স্বাভাবিক। এত কাছে এসেও ট্রফি হাতছাড়া হওয়াটা মানসিক যন্ত্রণার। ভবিষ্যতে এমন পরিস্থিতিতে যেন মানসিক স্থিতিটা শক্ত রাখতে পারি সেই লক্ষ্য থাকবে। এখান থেকে যেন আমরা সামনে এগিয়ে যেতে পারি সেই চেষ্টাই করবো।

নিদাহাস ট্রফির তিন ম্যাচসহ মোট আটবার ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রতিবারই পরাজয়ের মালা পরতে হল টাইগারদের। মুশফিক বলেন, ‘ভারতকে হারানোর এমন সুযোগ সব সময় আসে না। ব্যাঙ্গালুরুর পর আমরা আবারও এই সুযোগ হাতছাড়া করলাম। এবার ফাইনালে হারার কষ্টটা মনে রাখবো। এ হার থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। যাতে এমন পুনরাবৃত্তি না ঘটে।’  

নিদাহাস ট্রফিতে নিজেদের পারফরম্যান্সকে ইতিবাচক হিসেবে অভিহিত করে মুশফিক বলেন, ‘আমরা দক্ষিণ আফ্রিকা সফরে ভালো খেলতে পারিনি। এমনকি ঘরের মাঠেও।   সেই তুলনায় এই টুর্নামেন্টে ভালো করেছি। ওই দুই সিরিজের ব্যর্থতা কাটিয়ে উঠতে নিদাহাস ট্রফি বড় নিয়ামক করেছে। গোটা টুর্নামেন্টে আমরা দুর্দান্ত খেলেছি। ফাইনালে হারলেও আমরা জয়ের একেবারে নিকটে পৌঁছে গিয়েছিলাম।  

ত্রিদেশীয় এই টি-টোয়েন্টি সিরিজে পাঁচ ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়েছে বাংলাদেশ। দুইটি ম্যাচই জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে। এ প্রসঙ্গে মুশফিক বলেন, ‘যখন আপনি ক্রিকেট মাঠে খেলবেন, সবাই সবার প্রতিপক্ষ। যেহেতু শ্রীলঙ্কা দেশের মাটিতে আমাদের হারিয়ে গেছে, আমাদের মধ্যে অন্যরকম একটা চ্যালেঞ্জ ছিল। আমরা যেন ওদের মাটিতে ওদেরকে হারাতে পারি। সেটা করতে পেরে খুব ভালো লাগছে।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!