• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওবায়দুল কাদেরকে ধন্যবাদ দিলেন ফখরুল


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৯, ২০১৭, ১০:৩৬ পিএম
ওবায়দুল কাদেরকে ধন্যবাদ দিলেন ফখরুল

ঢাকা: রাজনীতিতে ধন্যবাদ কিংবা কৃতজ্ঞতা জানানোর সংস্কৃতি নেই বললেই চলে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে হতাশা আর ক্ষোভ রয়েছে। তবে অতি সম্প্রতি রাজনীতির সংস্কৃতিতে এসেছে খানিকটা পরিবর্তন।

বিশেষ করে দেশের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় দুটি দলের শীর্ষে পদে এসেছেন দুই সজ্জন নেতা। তারা রাজনীতির মাঠে সৌজন্যতা আর কৃতজ্ঞতার ধারা তৈরি করছেন। দৃষ্টান্ত হিসেবে ৮ জানুয়ারি রাজধানীর তেজগাঁওয়ের মহানগর উত্তর আওয়ামী লীগের প্রস্তুতি সভায় বিএনপি নিয়ে ইতিবাচক কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সভায় বিএনপিকে দুর্বল না ভাবার পরামর্শ দিয়ে নেতাকর্মীদের উদ্দেশে করে বলেছেন, ‘বিএনপিকে ছোট দল মনে করে তুচ্ছ করবেন না। আন্দোলনে তারা দুর্বল হলেও সমর্থনে তাদের অত দুর্বল ভাববেন না।’ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কথা স্মরণ করে দিয়ে বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিএনপি প্রায় ৮০ হাজার ভোট পেয়েছে। সেটা যেন আমরা না ভুলি।’

প্রতিপক্ষ দল নিয়ে এমন ইতিবাচক মূল্যায়নের জন্য ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৯ জানুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এর কারণ সরকার জানে, বিএনপি রাস্তায় নেমে পড়লে তাদের সামাল দেয়া যাবে না।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমি ধন্যবাদ জানাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেবকে। তিনি একটা সত্য কথা উচ্চারণ করেছেন, বিএনপিকে দুর্বল ভাবলে ভুল করা হবে। যেদিন জনগণ ভোটের অধিকার পাবে, সেদিন তারা শক্তিটা প্রদর্শন করবে।’

রাজনীতির মাঠে প্রতিপক্ষের বক্তব্যকে উদ্ধৃতি হিসেবে নিয়ে যেভাবে বিদোষগার করা হয়- এ ক্ষেত্রে তা করা হয়নি। সৌজন্যতাকে বজায় রেখেই রাজনীতির মাঠের এই দুই নেতা কথা বলে যাচ্ছেন। কৃতজ্ঞতা আর সৌজন্যতাবোধের এই সংস্কৃতি আগামীতে রাজনীতিকে আরো জনপ্রিয় করবে বলেই মনে করেন সাধারণ মানুষ।

সোনালীনিউজ/এমএন

Wordbridge School
Link copied!