• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কলেজ ভর্তির আবেদনে ডিজিটাল জালিয়াতি!


বিশেষ প্রতিনিধি মে ২৪, ২০১৮, ০৩:০৩ পিএম
কলেজ ভর্তির আবেদনে ডিজিটাল জালিয়াতি!

ঢাকা : একাদশ শ্রেণিতে ভর্তিতে অনলাইনে এখন পর্যন্ত আবেদন জমা পড়েছে প্রায় ১২ লাখ। বৃহস্পতিবার (২৪ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

এদিকে আবেদন না করলেও অনেক শিক্ষার্থীর অজান্তে জালিয়াতি করে ভর্তি নিশ্চিত করছে অনেক প্রতিষ্ঠান। ফলে ভোগান্তিতে শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে অনুসন্ধানে নেমেছে শিক্ষা মন্ত্রণালয়।

২০১৮-১৯ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে অনলাইনে আবেদন শুরু হয়েছে ১৩ মে। শেষ হবে আজ রাত ১১টা ৫৯ মিনিটে।

তবে এবার অনেক ভর্তিচ্ছুদের ভর্তি জালিয়াতির শিকার হতে হচ্ছে। অনেক কলেজ জালিয়াতি করে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর নিয়ে অনলাইনে ভর্তি নিশ্চিত করে দিচ্ছে।

ফলে শিক্ষার্থীদের দূর-দূরান্ত থেকে ঢাকা শিক্ষা বোর্ডের কার্যালয়ে এসে ভর্তি বাতিল করে আবার আবেদন করতে হচ্ছে।

এরকম অসংখ্য অভিযোগ প্রতিদিনই আসছে শিক্ষা মন্ত্রণালয়ে। মন্ত্রণালয় এদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে। এসব প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল সহ কঠোর ব্যবস্থা নেয়া হবে।

১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে ১০ জুন। প্রথম পর্যায়ে যারা সুযোগ পাবেন না তারা দ্বিতীয় পর্যায়ে ১৯ জুন আবার আবেদন করতে পারবেন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এইচএআর

Wordbridge School
Link copied!