• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কালিয়াকৈরে অবৈধ স্থাপনা উচ্ছেদ : কোটি টাকার জমি উদ্ধার


আলমগীর হোসেন, গাজীপুর নভেম্বর ২০, ২০১৭, ০৫:২২ পিএম
কালিয়াকৈরে অবৈধ স্থাপনা উচ্ছেদ : কোটি টাকার জমি উদ্ধার

গাজীপুর: জেলার কালিয়াকৈর উপজেলার সিনাবহ ও মাটিকাটা এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে বন বিভাগের প্রায় ১২০ শতক জমি অবৈধ দখলমুক্ত করেছে চন্দ্রা বনবিট কর্মকর্তারা। এ সময় সিনাবহ এলাকার সালেক কারখানার ভেতর থেকে ১০০ শতক এবং মাটিকাটা পাশা গেইট এলাকা থেকে ২০ শতক জমি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা।

সোমবার (২০ নভেম্বর) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় চন্দ্রা বিট কর্মকর্তা মোরাদ হোসেনের নেতৃত্বে ৮/১০ জন বন কর্মকর্তা এ অভিযানে অংশ নেয়।

কালিয়াকৈর চন্দ্রা রেঞ্জের বিট কর্মকর্তা মো. মোরাদ হোসেন জানান, চন্দ্রা রেঞ্জের সিনাবহ মৌজা সালেক কারখানায় এবং মাটিকাটা মৌজার পাশাগেট এলাকায় বনের জমিতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করি। পরে সালেক কারখানার ভেতর থেকে ১০০শতক এবং পাশাগেইট এলাকা থেকে ২০ শতক বনের জমিতে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করা হয়।

চন্দ্রা রেঞ্জের বিট কর্মকর্তা মো. মোরাদ হোসেন আরো জানান, পরবর্তীতে এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!