• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্যালিফোর্নিয়ায় ভোটকেন্দ্রের কাছে গুলিতে নিহত ১


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ৯, ২০১৬, ০৭:৫৫ পিএম
ক্যালিফোর্নিয়ায় ভোটকেন্দ্রের কাছে গুলিতে নিহত ১

ঢাকা: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণকালে ক্যালিফোর্নিয়ার আজুসা শহরে ভোটকেন্দ্রের কাছে গুলিতে একজন নিহত হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) ভোটগ্রহণের মাঝামাঝি পর্যায়ে দুপুর ২টার দিকে মেমোরিয়াল পার্ক নর্থ রিক্রিয়েশন সেন্টারের কাছে দুটি ভোটকেন্দ্রের কাছে এই গোলাগুলি হয়। এঘটনায় আরো তিনজন আহত হন বলে সিএনএন জানিয়েছে।

গোলাগুলির কারণ বা কারা জড়িত, তাও নিশ্চিত হওয়া যায়নি। আজুসা শহর রাজ্যের রাজধানী লস অ্যাঞ্জেলেস থেকে ৩০ কিলোমিটার দূরে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির ফায়ার ইন্সপেক্টর গুস্তাভো মেদিনা বার্তা সংস্থাকে বলেছেন, গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে নেয়ার পর মারা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আজুসা পুলিশকে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ সহায়তা করেছে বলে জানান সার্জেন্ট ভিনসেন্ট প্লেয়ার।

লস অ্যাঞ্জেলেস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন এক নারীকে খোঁজা হচ্ছে, যার কাছে দ্রুত ছোড়া যায় এমন আগ্নেয়াস্ত্র আছে। সন্দেহভাজন আরেক পুরুষের গায়ে সেনা পোশাক ও বুলেটপ্রুফ জ্যাকেট থাকার কথা শোনা গেলেও তা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে ভোটকেন্দ্রে থাকা এক ভোটার সিএনএনকে জানান, তিনি ভেতরে থাকা অবস্থায়ই বাইরে গুলির শব্দ শোনেন। এর পরপরই বাইরে থেকে লোকজন ভেতরে ঢুকে পড়ে।

ওই গোলাগুলির কারণ কী, কারা জড়িত, সে বিষয়ে কিছু জানা যায়নি। যুক্তরাষ্ট্রের এবারের ভোটের সময় হামলার হুমকি ছিল আইএসের। তবে আর কোথাও এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!