• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ক্রিকেটার সুমনের বড় ভাই তুহিন আর নেই


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ২৩, ২০১৭, ০৯:৪৩ পিএম
ক্রিকেটার সুমনের বড় ভাই তুহিন আর নেই

ঢাকা: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের বড় ভাই কাজী ইকরামুল বাশার তুহিন আর নেই। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকারে তার বয়স হয়েছিল ৫৪ বছর।

ঢাকা মোহামেডানের সাবেক গোলরক্ষক কাজী ইকরামুল বাশার অনেক দিন ধরেই পাকস্থলির ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি।

ঢাকার ফুটবলে ইস্টঅ্যান্ড ক্লাব দিয়ে অভিষেক তুহিনের। ১৯৮৭-৯২ পর্যন্ত খেলেছেন মোহামেডানে। দেশের বাইরেও মোহামেডানের হয়ে এশিয়ান ক্লাব কাপে খেলেছেন। আরামবাগেও দীর্ঘদিন খেলেছেন।

গত বছর মে মাসে তুহিন ক্যান্সারে আক্রান্ত হন। এরপর চিকিৎসা করানো হলে কিছুদিন সুস্থ ছিলেন তিনি। কিন্তু কিছুদিন আগে আবারও অসুস্থ হয়ে পড়েন। এরপর ভর্তি করা হয় হাসপাতালে। সেখান থেকেই চলে যান না ফেরার দেশে। তুহিনের ইন্তেকালে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!