• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গেইল-ম্যাককালাম-পোলার্ডের পর মালিক


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৩, ২০১৮, ০৮:৪৮ পিএম
গেইল-ম্যাককালাম-পোলার্ডের পর মালিক

ফাইল ছবি

ঢাকা: সবকিছু ঠিক থাকলে অল্প কিছুদিনের মধ্যেই তিনি একটি বড় সুখবর পেতে যাচ্ছেন। পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক বাবা হতে চলেছেন। আর মা হবেন ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জা।

তার আগে টি-টোয়েন্টি ক্রিকেটে মালিক দারুন এক কীর্তি গড়ে বসলেন। মাত্র চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে আট হাজারী ক্লাবে ঢুকে গেলেন। গায়ানা ওয়ারিয়র্সের হয়ে ৩৮ রান করার পথে এই কীর্তি গড়েন মালিক।

মালিকের আগে এই কীর্তি আছে তিন জনের। এর মধ্যে দু’জনই ক্যারিবিয়ান। এদের মধ্যে ক্রিস গেইল আছেন সবার ওপরে। তিনি করেছেন ১১,৫৭৫ রান। ঠিক এর পরই আছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। তাঁর রান ৯,১৮৮। তিন নম্বরে রয়েছেন কাইরন পোলার্ড। তাঁর রান ৮,২২৫।  

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!