• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগের বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটি বাতিল


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৪, ২০১৬, ১০:৪৩ পিএম
ছাত্রলীগের বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটি বাতিল

‘সরব রাজনীতি’ চালুর ঘোষণার আট দিনের মাথায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কমিটি বাতিলের ঘোষণা দিলো ছাত্রলীগ। বৃহস্পতিবার (০৪ আগষ্ট) ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে সেসব কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে।

জঙ্গিবাদের প্রসার ঠেকাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ‘সরব রাজনীতি’ চালু করতে কমিটি ঘোষণা করেছিল ছাত্রলীগ। কিন্তু আট দিনের মাথায় সেসব কমিটি বাতিল ঘোষণা করলো ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখাই শুধু এসব কমিটি গঠন করতে পারবে। তাদের ছাড়া অন্য কোনো ইউনিট বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি ঘোষণা করলে তা বাতিল হয়ে যাবে।

গত ২৭ জুলাই ধানমণ্ডি এলাকায় অবস্থিত স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব), ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (ইউডা), ইস্টার্ন ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, শান্ত মারিয়ম ইউনিভার্সিটি, চ্যাটার্ড কলেজ ইউনির্ভার্সিটি, বিএসি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড কলেজ, ঢাকা সিটি কলেজ, পপুলার মেডিকেল কলেজ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ, নর্দার্ন মেডিকেল কলেজে ছাত্রলীগের কমিটি ঘোষণা করে সংশ্লিষ্ট থানা ছাত্রলীগ।

এর পরই সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা এসব কমিটি ঘোষণার ক্ষেত্রে থানা ছাত্রলীগের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলে এবং এসব কমিটি প্রত্যাখ্যান করে।

এই কোন্দল নিয়ে প্রশ্ন করা হলে ছাত্রলীগ সভাপতি সোহাগ তখন জানান, তারা বিষয়টি দ্রুত সমাধান করবেন।

এদিকে কমিটি বিলুপ্ত ঘোষণার পর ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তানভির রহমান জয় বলেছেন, আমরা কৃতজ্ঞ আপনাদের প্রতি। ইনশাআল্লাহ আমার দেহে যতটুকু রক্ত আছে তা দিয়ে হলেও প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করে যাবো।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!