• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছেলেকে পড়াতে পিঠা বিক্রি করেন অভিনেত্রী (ভিডিও)


বিনোদন ডেস্ক অক্টোবর ১৮, ২০১৭, ০৪:১৬ পিএম
ছেলেকে পড়াতে পিঠা বিক্রি করেন অভিনেত্রী (ভিডিও)

ঢাকা: মানুষ তার ভবিষ্যতের কথা বলতে পারে না। প্রতিনিয়তই তার জীবনের পরিবর্তন ঘটে। কেউ হয় রাজা আবার কেউ হয় রাস্তার ভিক্ষুক। ঠিক তেমনি একটি ঘটনা ঘটেছে ভারতের মালায়ালামে। কবিতা লক্ষ্মী নামের এক অভিনেত্রী। ধারাবাহিক নাটক স্ত্রী ধনম- এর অভিনেত্রী হিসেবে পরিচিত। 

সম্প্রতি অভাবের জন্য তিনি এলেন আলোচনায়। পিঠা বিক্রি করে ছেলেকে পড়ার খরচ জোগাড় করছেন। কিছুদিন আগে কবিতার পিঠা বিক্রির একটি ভিডিও ভাইরাল হয়েছে।

একটি ওয়েবসাইটে কবিতা তার করুণ পরিণতির কথা জানিয়েছে। কবিতা বলেছেন, তাকে ঠকিয়েছে একটি এজেন্সি। ওই এজেন্সির মাধ্যমে ৪ বছরের জন্য ছেলেকে পড়াশোনার জন্য ইংল্যান্ডে পাঠিয়েছিলেন। পড়াশোনার খরচ প্রতি মাসে ১ লাখ টাকা। 

পড়াশোনার পাশাপাশি ঘণ্টায় ১০ পাউন্ডের মতো টাকার পার্ট টাইম চাকরির ব্যবস্থা করে দেবে বলে তাকে প্রতিশ্রুতি দিয়েছিল ওই সংস্থা। ক্যারিয়ারের কথা ভেবে ছেলেকে বিদেশে পাঠান।

তবে কথা রাখেনি ওই সংস্থা। এখন ছেলের পড়াশোনা চালাতে গিয়ে বিপাকে পড়েছেন কবিতা। জানিয়েছেন, এমনটা হবে জানলে তিনি কোনোদিনই বিদেশে পাঠাতেন না ছেলেকে। এ সময় তিনি দু-একজন ছাড়া কারোর কাছ থেকে সাহায্যও পাননি। উপার্জনের জন্য প্রথমে গ্রানাইটের একটা শো-রুমও খুলেছিলেন। বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে দোকান চালানোর চেষ্টা করেন। তবে ঋণের ব্যবস্থা করতে পারেননি। ফলে দোকান বন্ধ করতে হয়। তাই বাধ্য হয়ে পিঠার দোকান দেন।

ছেলের পড়াশোনার জন্য এর থেকেও বড় পদক্ষেপ তিনি নিতে পারেন বলে জানিয়েছেন। অভিনেত্রীর কথায়, এ ধরনের কাজ করতে তার কোনো অসুবিধে নেই। প্রয়োজনে হোটেলেও কাজ করতে পারি।

ভিডিও:

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!